Advertisment

Sandeshkhali Case: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার আরও ১, রাতভর বাড়ি ঘিরে রেখে সকালে গ্রেফতার ISF নেত্রী

Sandeshkhali Case: এর আগে সন্দেশখালি কাণ্ডে আরও এক ISF নেত্রীকে পুলিশ গ্রেফতার করেছিল। মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছিল ISF নেত্রী আয়েষা বিবিকে। পুলিশের দাবি, সন্দেশখালিতে অশান্তি পাকানোয় যোগ ছিল আয়েষার। এবার আয়েষার পর তাঁরই দলের আরও এক নেত্রীকে সন্দেশখালিতে অশান্তি পাকানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ariadaha Lynching Case Jayanta Singh Arrested

Ariadaha Lynching Case: আড়িয়াদহে মা-ছেলেকে মারধর কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৯। (প্রতীকী ছবি)

Sandeshkhali Case: সন্দেশখালিতে অশান্তি পাকানোর অভিযোগে আরো এক আইএসএফ নেত্রীকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার ভোরে নিউটাউনের আবাসন থ্কে ISF রাজ্য কমিটির সদস্যা জুবি সাহাকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। এর আগেও সন্দেশখালি কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ISF-এর আর এক নেত্রী আয়েষা বিবিকে পুলিশ গ্রেফতার করেছিল।

Advertisment

অ্যাসিস্ট্যান্ট অব মিড ডে মিল অ্যাসোসিয়েশনের কনভেনর জুবি সাহাকে সন্দেশখালিতে অশান্তি পাকানো-সহ একাধিক অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টে থেকে জুবির নিউটাউনের বিদ্যধারী আবাসন ঘিরে রেখেছিল পুলিশ, ওই আবাসনেই ছিলেন জুবি। এই আবাসনের পাঁচতলায় নাতাশা খানের ফ্ল্যাটে ছিলেন জুবি।

publive-image
ধৃত ISF রাজ্য কমিটির সদস্যা জুবি সাহা।

গতকাল রাতভর টানাপোড়েনের পর শুক্রবার সকাল ৬টা নাগাদ নাতাশার ফ্ল্যাট থেকে জুবি সাহাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। নাতাশা খান জানিয়েছেন, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৩৫, ৪৩৬, ১২-বি, ৩৭৯/৪৭৭ একাধিক ধারায় জুবিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্টের (Prevention of Cruelty to Animals Act) ধারাও যুক্ত রয়েছে।

আরও পড়ুন- Sheikh Shahjan Arrested: কেন ৫৬ দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান? জানুন রহস্যে ভরা সেই পর্ব!

সন্দেশখালি ২ নম্বর ব্লকে পোলট্রি ফার্ম পুড়িয়ে দেওয়ার ঘটনায় জুবির নাম জড়ানো হয়েছে বলে দাবি নাতাশার। তবে নাতাশার দাবি, কোনওদিনও সন্দেশখালি ২ নম্বর ব্লকে পা রাখেননি জুবি। প্রাক্তন CPIM বিধায়ক নিরাপদ সরদার, ISF নেত্রী আয়েষাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে সেই মামলাতে জুবিকে এবার গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- Kaustav Bagchi: জল্পনাতেই সিলমোহর, বিজেপিতে-ই যোগ কৌস্তভ বাগচীর

পুলিশ নিউটাউনের ওই আবাসনে ঢোকার পর থেকে টানা Facebook লাইভ করে গিয়েছেন ISF সমর্থক নাতাশা। তাঁর অভিযোগ, পুলিশ সোশ্যাল চাপ সৃষ্টি করে গিয়েছে অনবরত। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত নানা ভাবে চাপ তৈরি করেছে। ফেসবুক লাইভে নাতাশা বলেন, "পুলিশের কাছে নথি দেখতে চেয়েছি বারবার। ওরা দেখাতে পারেননি। আবাসনের গেট সিল করে কাউকে ঢুকতে কিংবা বের হতেও দেয়নি। আমার দু'জন আত্মীয়কে বাড়িতে ঢুকতে দেয়নি। শেষমেশ সকাল ৬ নাগাদ জুবি সাহাকে আমার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে সন্দেশখালি থানার পুলিশ।"

ISF Sandeshkhali Arrested
Advertisment