Advertisment

হত্যে দিয়েও দেখা মিলল না মমতার, খালি হাতেই নবান্ন ছাড়লেন নৌশাদ

আইএসএফ বিধায়কের এদিনের নবান্নে আসার কারণ ঘিরে কৌতুহল তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ISF MLA Naushad Siddiqui from Bhangar has come to Nabanna ,

মমতার সাক্ষাৎ পেলেন না নৌশাদ।

পঞ্চায়েতের মনোনয়ন পর্বে গত তিনদিন ধরেই অশান্ত ভাঙড়। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা। এই সংঘর্ষের জন্য শাসক দল ও পুলিশকে দায়ী করেছেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। পাল্টা তোপ দাগছে তৃণমূলও। এইসব চাপানউতোরের মাঝেই বুধাবর দুপুরে আচমকা নবান্নে পৌঁছে গিয়েছেন বিধায়ক নৌশাদ।

Advertisment

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ভাঙড়ের বিধায়ক। এদিন ১২টার পর থেকেই নবান্নে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট না থাকায় প্রথমে নৌশাদকে গেটেই দাঁড় করিয়ে রাখে পুলিশ। যোগাযোগ করা হয় মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে। কিন্তু বিধায়কের সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় মিনিট ৩৫ বাদে নবান্ন ছাড়েন নৌশাদ।

কেন নবান্নে এলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি? আইএসএফ বিধায়কের কথায়, 'আমাদের প্রার্থীদের পঞ্চায়েতের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে। মারধর, বোমাবাজি চলছে। তাণ্ডব করছেন আরাবুল ইসলাম, সৌকত মোল্লা সাহেবরা।পুলিশ নির্বিকার। রক্ত ঝরছে। যেকোনও সময় প্রাণ চলে যেতে পারে। তাই জনপ্রতিনিধি হিসাবে আমি নবান্নে রাজ্যের অভিভাবিকা ততা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সবটাই বলেতে চেয়েছিলাম। উনিতো পুলিশ মন্ত্রীও। তাই সসাক্ষাৎ করেই সবটা জানাতে এসেছিলাম। সাক্ষাতের জন্য সকালে মেইল করেছিলাম মুখ্যমন্ত্রীকে। কিন্তু বলা হয়েছে যে, মুখ্যমন্ত্রী ব্যস্ত। আজ সময় চেয়ে গেলাম। হয়তো কয়েকদিন পর দেখা করার সময় হবে।'

Bhangar ISF Mamata Banerjee Nabanna naushad siddiqui
Advertisment