Advertisment

জেল হেফাজতে নওশাদ, সরকারের বিরুদ্ধে তুললেন 'মারাত্মক' অভিযোগ

জেল হেফাজতে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

author-image
IE Bangla Web Desk
New Update
woman file complaint against isf mla nawsad siddique for sexual intercourse with promise of marriage , বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিধায়ক নওশাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তরুণীর, থানায় এফআইআর

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

জেল হেফাজতে নৌশাদ সিদ্দিকী। নিউ মার্কেট থানার মামলায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ নগর দায়রা আদালতের। 'মানুষের জন্য এই লড়াই চলবে', এদিন আদালতে ঢোকার আগে এই হুঁশিয়ারিই শোনা যায় নওশাদ সিদ্দিকীর মুখে।

Advertisment

ফের জেলে নওশাদ। গত ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলায় বিশৃঙ্খলার জন্য হেয়ার স্ট্রিট থানার পাশাপাশি নিউ মার্কেট থানাও আলাদা করে মামলা করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। সেই মামলায় পরে যোগ হয়েছিল খুনের চেষ্টার ধারাও। সেই মামলাতেই নওশাদ সিদ্দিকীর তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন নগর দায়রা আদালতের বিচারক। তিন দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে আজ ফের আদালতে পেশ করা হয় নওশাদকে।

আরও পড়ুন- স্বপ্নপূরণ! অভিষেক গ্রাম ঘুরে যাওয়ার পর সপ্তাহ পেরোতেই জমির পাট্টা বাসিন্দাদের হাতে

এদিন আবারও নওশাদ সিদ্দিকীকে পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানান সরকার পক্ষের আইনজীবী। উল্টোদিকে, নওশাদের আইনজীবী জেল হেফাজতের আবেদন করেন। বিচারক দু'পক্ষের সওয়াল-জবাব শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নওশাদ সিদ্দিকীকে জেলে রাখার নির্দেশ দিয়েছেন। এদিন আদালতে তোলার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। তিনি বলেন, 'মানুষের জন্য লড়াই চলবে। খুনের চেষ্টার মামলা আসলে একজন বিধায়ককে আটকে রাখার চেষ্টা।'

আরও পড়ুন- পাহাড়ের কোলে ছবির মত সাজানো ছোট্ট গ্রাম, গেলে ফিরতে মনই চাইবে না

এদিন নওশাদ সিদ্দিকীর আইনজীবী জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। যেহেতু উচ্চ আদালতে জামিনের আবেদনটির এখনও শুনানি হয়নি, সেই কারণেই নগর দায়রা আদালেত এদিন তাঁরা জামিনের আবেদন করেননি। এদিন পুলিশের তরফে ফের নওশাদকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছিল। তবে নওশাদের আইনজীবী তাঁর মক্কেলের জেল হেফাজতের আবেদন করেছিলেন। বিচারক নওশাদের আইনজীবীর আবেদনকেই এদিন মান্যতা দিয়েছেন।

kolkata news police West Bengal ISF naushad siddiqui
Advertisment