রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে তাঁর বাড়িতে গিয়ে দেখে এলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুদ্ধবাবুর জন্য দেশি কই ও শিঙি মাছ সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। নেহাতই সৌজন্য সাক্ষাৎ সারতে বৃহস্পতিবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গিয়েছিলেন নওশাদ।
শারীরিক অসুস্থতার কারণে এর আগে গত ২৯ জুলাই আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। টানা ১১ দিন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। বাড়িতে ফিরলেও এখনও চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুদ্ধবাবুর জন্য দেশি কই ও শিঙি মাছ নিয়ে তাঁর বাড়িতে গিয়েছিলেন নওশাদ।
আরও পড়ুন- ডেকে পাঠিয়েছে CBI? শেষমেশ সবটা খোলসা করে কী বললেন সুজিত বসু?
সূত্রের খবর, নওশাদ সিদ্দিকী এদিন যে সময়ে বুদ্ধবাবুর বাড়িতে গিয়েছিলেন সেই সময়ে বিশ্রাম নিচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা হয়নি তাঁর। তবে বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে এদিন বেশ কিছুক্ষণ কথা বলেন নওশাদ। পরে তিনি বলেন, 'বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলাম। উনি হাসপাতাল থেকে ফেরার পরেই ভেবেছিলাম যাব। তবে আজ ওঁর সঙ্গে দেখা করতে পারিনি। আগের চেয়ে উনি ভালো আছেন। মীরাদেবীর সঙ্গে কথা বলেছি।'