'দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়াই চলবে', গ্রেফতারির ৪২ দিনের মাথায় জেলমুক্তির পর হুংকার ভাঙড়ের আইএসফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। গত বৃহস্পতিবার নওশাদকে জামিন দিয়েছিল আদালত। জামিন মেলার ১ দিন পর জেলমুক্তি বিধায়ক-সহ মোট ২১ জনের। শনিবার প্রেসিডেন্সি জেল থেকে বেরনোর সময় নওশাদকে ফুলের মালা পরিয়ে বরণ করেন আইএসএফ-এর কর্মী-সমর্থকেরা। ভিড়ে ভিড়াক্কার ছিল জেল চত্বর। রিলিজ অর্ডার দেরিতে আসার জেরেই নওশাদের জেলমুক্তিতে সময় লেগেছে বলে দাবি জেল কর্তৃপক্ষের।
অবেশষে জেলমুক্তি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। ধর্মতলায় প্রকাশ্য সভা ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। পুলিশের উপরেও চড়াও হওয়ার অভিযোগ ওঠে আইএসএফ-এর নেতা-কর্মীদের বিরুদ্ধে। তারই জেরে গ্রেফতার করা হয়েছিল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ আরও বেশ কয়েকজনকে।
আরও পড়ুন- গ্রেফতার কৌস্তভ, থানায় বিক্ষোভ কংগ্রেসের, ‘পাশে আছি, আইনি লড়াই চলবে’, বললেন অধীর
গত বৃহস্পতিবার তাঁদের সবাইকেই জামিন দিয়েছিল আদালত। শনিবার সকালে নওশাদ-সহ মোট ২১ জনের জেলমুক্তি হয়। জেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রিলিজ অর্ডার এসেছিল। শনিবার সকালেই জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে নওশাদ-সহ ২১ জনকে।
আরও পড়ুন- কৌস্তভের গ্রেফতারের নেপথ্যে আসল রহস্য কি? খোলসা করলেন প্রাক্তন বিধায়ক
এদিকে, গ্রেফতারির ৪২ দিনের মাথায় জেল থেকে বেরিয়েই রাজ্য প্রশসানকে একহাত ভাঙড়ের আইএসএফ বিধায়কের। 'দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়াই চলবে', জেল থেকে বেরিয়েই হুংকার যুব নেতার। তিনি আরও বলেন, 'মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর দিতে শুরু করেছেন। আগামী পঞ্চায়েত ভোটে এর চেয়েও ভালো ফল হবে।' এদিন জেল থেকে বেরনো পর নওশাদ সিদ্দিকীকে ঘিরে আইএসএফ কর্মী-সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ফুলের মালা পরিয়ে নওশাদকে স্বাগত জানিয়েছেন তাঁরা।