Nawsad Siddique Arrest: এবার ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বড়সড় ব্যবস্থা নিল পুলিশ। মঙ্গলবার সকালে সন্দেশখালির (Sandeshkhali) উদ্দেশে রওনা দিয়েছিলেন ভাঙড়ের (Bhangar) আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। কলকাতার (Kolkata) সায়েন্স সিটির (Science City) কাছে নওশাদকে পুলিশ গ্রেফতার (Arrest) করেছে। এদিন পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন নওশাদ।
উল্লেখ্য, আজ সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন ভাঙড়ের আইসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সন্দেশখালির বিস্তীর্ণ প্রান্তে ১৪৪ ধারা (Section 144) জারি করেছে পুলিশ। নওশাদ সিদ্দিকীর দাবি, ১৪৪ ধারা জারির যুক্তি দেখিয়ে পুলিশ তাঁকে সায়েব্স সিটির কাছে গ্রেফতার করেছে। বিধায়কের অভিযোগ, সায়েন্স সিটির কাছে ১৪৪ ধারা জারি না থাকলেও সেখানেই তাঁকে গ্রেফতারের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।
সন্দেশখালি থেকে ৬২ কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছে নওশাদকে আটকানোয় এদিন তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, "মনে হচ্ছে তৃণমূলের থেকে মাইনে পায়। চাটুকারিতা করছে। সায়ন্স সিটিতে ১৪৪ ধারা নেই, তাও গ্রেফতার কেন?" এদিন তাঁর বাসন্তী যাওয়ারও পরিকল্পনা ছিলে নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন।
আরও পড়ুন- Kolkata Weather Today: অল্প সময়েই ম্যাজিকের মতো বদল আবহাওয়ায়! আজও বৃষ্টি কোন কোন জেলায়?
উল্লেখ্য, শেখ শাহজাহান (Sheikh Shahjahan) গ্রেফতার না হওয়ায় সন্দেশখালির ক্ষোভ বেড়েই চলেছে। শাহজাহানকে গ্রেফতারের দাবিতে ফি দিন উত্তপ্ত হচ্ছে দ্বীপাঞ্চলের পরিস্থিতি। শাহজাহান ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতার বাড়িতে চড়াও হচ্ছেন গ্রামবাসীরা। চলছে ভাঙচুর-বিক্ষোভ। এই পরিস্থিতিতে সন্দেশখালির বিস্তীর্ণ প্রান্তে ১৪৪ ধারা জারি করে রেখেছে পুলিশ প্রশাসন। যদিও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বসিরহাট জেলা পুলিশকে।
আরও পড়ুন- Premium: বাংলার এই মিষ্টিকে একশো’য়-১০০ দিয়েছিলেন রবি ঠাকুর, জিআই তকমা পাওয়ার অপেক্ষায় চন্দননগরের জলভরা