Advertisment

Nawsad Siddique: মুক্তি পেয়েই গর্জে উঠলেন নওশাদ, গ্রেফতারি অবৈধ? কী জানালেন বিধায়ক?

মুক্তি পেয়েই পুলিশের বিরুদ্ধে গর্জে উঠে মামলা করার হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের বিধায়ক। পাশাপাশি গতকালের তাঁর গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি বলেও দাবি তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
nawsad siddique expressed his opinion on west bengal day celebration

ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

সাড়ে ৭ ঘণ্টা পর মুক্ত ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। মুক্তি পেয়েই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি। উল্লেখ্য মঙ্গলবার সকালে সন্দেশখালির (Sandeshkhali) উদ্দেশে রওনা দিয়েছিলেন ভাঙড়ের (Bhangar) আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। কলকাতার (Kolkata) সায়েন্স সিটির (Science City) কাছে নওশাদকে পুলিশ গ্রেফতার (Arrest) করে। গ্রেফতারি নিয়ে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন আইএসএফ বিধায়ক। মুক্তি পেয়েই পুলিশের বিরুদ্ধে গর্জে উঠে মামলা করার হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের বিধায়ক। পাশাপাশি গতকালের তাঁর গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি বলেও দাবি তাঁর।

Advertisment

কী দাবি পুলিশের? পুলিশের দাবি, ১৪৪ ধারায় লঙ্ঘন করায় আইএসএফ বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। তবে সন্দেশখালি থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে কীভাবে ১৪৪ ধারা লঙ্ঘন করা সম্ভব, প্রশ্ন তোলেন বিধায়ক। নওশাদের গ্রেফতারের পরই প্রতিবাদে পথে নামে আইএসএফ কর্মী-সমর্থকরা।

মুক্তির পেয়ে নওশাদ বলেন, “সংবিধান প্রদত্ত মুক্ত চলাচলের অধিকার খর্ব করেছে পুলিশ"। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধেই আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। নওশাদের অভিযোগ, “উপরমহলের নির্দেশে পুলিশ এই কাজ করেছে"। গ্রেফতারের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও দাবি করেন বিধায়ক।

উল্লেখ্য, শেখ শাহজাহান (Sheikh Shahjahan) গ্রেফতার না হওয়ায় সন্দেশখালির ক্ষোভ বেড়েই চলেছে। শাহজাহানকে গ্রেফতারের দাবিতে রোজই উত্তপ্ত হচ্ছে দ্বীপাঞ্চলের পরিস্থিতি। শাহজাহান ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতার বাড়িতে চড়াও হচ্ছেন গ্রামবাসীরা। চলছে ভাঙচুর-বিক্ষোভ। এই পরিস্থিতিতে সন্দেশখালির বিস্তীর্ণ প্রান্তে ১৪৪ ধারা জারি করে রেখেছে পুলিশ প্রশাসন। যদিও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বসিরহাট জেলা পুলিশকে।

ISF Nawazuddin Siddiqui
Advertisment