ISF Meeting 21 January: আগামী ২১ জানুয়ারি আইএসএফ-কে ধর্মতলায় শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। আজ, শুক্রবারই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী ২১ জানুয়ারি একটি সভা করতে চেয়ে আইএসএফ হেয়ার স্ট্রিট থানায় আবেদন জানিয়েছিল। তবে পুলিশ তা নাকচ করে দেয়। এরপরই নৌশাদ সিদ্দিকীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। আইএসএফের সভার বিরোধিতা করে আদালতে রাজ্যের যুক্তি ছিল- আইএসএফ যেদিন কর্মসূচি করতে চাইছে, সেদিন ভিক্টোরিয়া হাউসের সামনে পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। একটি মিছিল যাওয়ার কথা রয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে দিয়ে। আগে থেকে অনুমতিও নেওয়া রয়েছে। আর সেই কারণেই পুলিশ আইএসএফকে ওই জায়গায় সভা করার অনুমতি দেয়নি।
আরও পড়ুন- Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধন: হঠাৎ চর্চাবহুল আবেদনে মমতাকে চিঠি সুকান্তর!
দু'পক্ষের বক্তব্য শুনে বৃহস্পতিবার নওশাদদের শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেয় উচ্চ আদালত। বৃহস্পতিবার আদালত জানায়, ৯টি শর্তে মেনে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে আইএসএফ।
আরও পড়ুন- Ram Mandir: যুবকের শিহরণ জাগানো কীর্তি! আপ্লুত শহরবাসী! ব্যতিক্রমী উৎকর্ষতায় বাংলার মুখ উজ্বল
বিচারপতি জয় সেনগুপ্ত জানান, আইএসএফের সভায় এক হাজারের বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। সভার মঞ্চ লম্বা এবং চওড়ায় ২০ ফুটের বেশি করা যাবে না। আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সভা করা যাবে। সেখান থেকে কোনও আপত্তিকর বা উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। সভার কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যায় স্বেচ্ছাসেবী নিয়োগ করতে হবে। ৯টা থেকে দুপুর ১টার মধ্যে সভার মঞ্চ তৈরির কাজ করা যাবে না। পুলিশ এবং অয়োজকদের সভার ভিডিয়োগ্রাফি করতে হবে। রাজ্যকে সভাস্থল এবং আশপাশে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে। সভার কারণে যান চলাচলে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তা-ও দেখতে হবে, আইএসএফ ১৫টির বেশি গাড়ি ব্যবহার করতে পারবে না।
এই নির্দেশকে তচ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর বেঞ্চের শুক্রবার দ্বারস্থ হল রাজ্য।