Advertisment

ISF: বিজেপির পথেই এবার 'ভাইজানে'র আইএসএফ! হাইকোর্টের দ্বারস্থ নওশাদরা

ISF Rally: বাংলায় তৃণমূল সরকার গঠনের পর থেকে ধর্মতলার মোড়ে ভিক্টোরিয়া হাউজের সামনে আর কোনও রাজনৈতিক দলকে সেভাবে সভা করার অনুমতি দেওয়া হয়নি। এরপর ওইস্থানে গত বছর অমিত শাহর সভার আবেদনও খারিজ করে দেয় পুলিশ। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
ISF Dharmatala meeting allowed on conditions nawsad siddique , ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলায় আইএসএফ-কে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Nawsad Siddique: বিজেপির দেখানো পথেই কার্য উদ্ধার।

ISF files a case in the Calcutta High Court seeking permission to hold a meeting in Dharmatala: গেরুয়া শিবিরের শুভেন্দু অধিকারীদের দেখানো পথেই হাঁটলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য কলকাতার ধর্মতলার মোড়ে ভিক্টোরিয়া হাউজের সামনে মঞ্চ বাঁধার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের বিধায়ক। পুলিশ আইএসএফের অনুমতি নাকচ করে দেওয়ার পরই এই পদক্ষেপ করেছে 'ভাইজানে'র দল।

Advertisment

একুশের ভোটের আগে ২১ জানুয়ারি পথ চলা শুরু করেছিল ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি প্রতিষ্ঠিত আইএসএফ। তাই ওই ২১ জানুয়ারি ভিক্টোরিয়া হাউজের সামনে ধঘুমধাম করে দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে চায় আইএসএফ। সে জন্য কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি সেনগুপ্ত জানতে চান, ধর্মতলার ওই জায়গায় কি সভা করার অনুমতি দেওয়া হয়? জবাবে আইএসেফের আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান, ওই জায়গায় তৃণমূল সভা করে। পুলিশ আবেদন নাকচ করার কারণ হিসাবে জানিয়েছে, ২০২৩ সালে এই কর্মসূচিকে কেন্দ্র করে রানি রাসমণি রোডে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল। ফলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ওই স্থানে সভার অনুমতি দেওয়া যাবে না। তার পরই আদালত জানায়, বুধবার এই মামলার শুনানি হবে।

এরপরই বিচারপতি আইএসএফকে মামলার অনুমতি দেন। বুধবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- Kolkata Weather Today: উত্তর থেকে দক্ষিণ, মাঘের শীতে জবুথবু বাংলা, বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়?

উল্লেখ্য, বাংলায় তৃণমূল সরকার গঠনের পর থেকে ধর্মতলার মোড়ে ভিক্টোরিয়া হাউজের সামনে আর কোনও রাজনৈতিক দলকে সেভাবে সভা করার অনুমতি দেওয়া হয়নি। এরপর ওইস্থানে গত বছর অমিত শাহর সভার আবেদনও খারিজ করে দেয় পুলিশ। তারপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারীরা। কলকাতা পুলিশের ভূমিকার নিন্দা করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তিনি বলেছিলেন, তাহলে ২১ জুলাইেয়র সভাও বাতিল করে দিচ্ছি। সব বন্ধ করে দিচ্ছি। কোনও মিটিং বা মিছিল কিংবা সভা ওখানে হবে না। একটাই সমাধান হল, সবার জন্য ওখানে সব কর্মসূচি বন্ধ করেছি। সেটা করে দিলে কি ভাল হবে?' এরপর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপিকে সভার অনুমতি দেওয়া হয়েছিল। এবার সেই পথেই ধর্মতলার মোড়ে সভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

ISF nawsad siddique Calcutta High Court bjp tmc kolkata police
Advertisment