iskcon temple attack: থিকথিক করছে দর্শনার্থীদের ভিড়! পরপর গুলি ISKCON মন্দিরে, তুমুল উত্তেজনা

iskcon temple attack: জানা গিয়েছে গত কয়েক দিনে মন্দির চত্বরে ২০-৩০ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ। হামলায় মন্দিরের একাধিক স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

iskcon temple attack: জানা গিয়েছে গত কয়েক দিনে মন্দির চত্বরে ২০-৩০ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ। হামলায় মন্দিরের একাধিক স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ISKCON Temple Attack:

থিকথিক করছে দর্শনার্থীদের ভিড়! পরপর গুলি ISKCON মন্দিরে, তুমুল উত্তেজনা

iskcon temple attack:  ISKCON শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে পরপর বেশ কয়েকবার গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার। মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ প্রদেশের স্প্যানিশ ফর্ক এলাকায় অবস্থিত ইস্কন মন্দিরে গুলি চালানোর ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জানা গিয়েছে গত কয়েক দিনে মন্দির চত্বরে ২০-৩০ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ। হামলায় মন্দিরের একাধিক স্থাপত্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Advertisment

ইসকনের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ১৮ জুন রাতে মন্দির চত্বর থেকে বিকট শব্দ ও ধোঁয়া লক্ষ্য করেন মন্দিরে উপস্থিত সকলে। পরের দিনে মন্দিরের জানালা এবং আর্চের অংশে গুলির চিহ্ন পাওয়া যায়। নিরাপত্তা বেষ্টনীর ঠিক বাইরে থেকে ২০টিরও বেশি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। হামলার সময় ভক্ত ও অতিথিরা মন্দিরের ভেতরেই ছিলেন। ফলে যে কোন সময়ে বড় দুর্ঘটনার ঘটনা ঘটতেই পারত বলে ইস্কনের তরফে জানানো হয়েছে। 

🔸ভারতের কড়া প্রতিক্রিয়া

Advertisment

সান ফ্রান্সিসকোতে ভারতের কনস্যুলেট এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ভারত জানিয়েছে, “আমরা ISKCON মন্দিরে গুলি চালানোর এই ঘটনার তীব্র নিন্দা করছি। আমরা সকল ভক্ত ও মন্দির কর্তৃপক্ষকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।”

🔸“ঘৃণার ভিত্তিতে পরিকল্পিত হামলা”- মন্দির সভাপতি

কৃষ্ণ মন্দিরের সভাপতি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, “এই হামলা পরিকল্পিত এবং এটি সরাসরি ঘৃণার ফলাফল।” উল্লেখ্য, দুই দশকের পুরনো এই ISKCON মন্দিরটি বার্ষিক হোলি উৎসবের জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং স্প্যানিশ ফর্কের একটি পাহাড়চূড়ায় অবস্থিত।

ISKCON