Advertisment

'তৃণমূল এভাবে সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দেব না', চরম বার্তা দলেরই প্রবীণ বিধায়কের

নির্দলদের উপর হামলা হতেই দলের শীর্ষ নেতৃত্বকে তুলোধনা তৃণমূল বিধায়কের।

author-image
IE Bangla Web Desk
New Update
islampur mla abdul karim chowdhury is a rebel again in tmc

তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া বার্তা প্রবীণ বিধায়কের।

তৃণমূলে আবারও বিদ্রোহী উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। 'এভাবে সন্ত্রাস চলতে থাকলে রাজ্যসভায় ভোট দিতে যাব না।' ইসলামপুরে আক্রান্ত নির্দল সমর্থকদের পাশে দাঁড়িয়ে দলের শীর্ষ নেতৃত্বকে কড়া বার্তা বর্ষীয়ান তৃণমূল নেতার। তৃণমূল বিধায়কের নিশানায় দলেরই ব্লক সভাপতি। এর আগেও একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি।

Advertisment

রবিবার আক্রান্ত নির্দল সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আব্দুল করিম চৌধুরী। সেখানেই দলের প্রতি ক্ষোভ উগরে তিনি বলেন, 'এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না। সরকার কোনও বিল বিধানসভায় আনলে সমর্থনও করব না। নির্দলদের ঘর-বাড়ি ভেঙে দিয়েছে। এরা তো তৃণমূলেরই লোক ছিল। ভোটও হতে দেবে না, কিছুই করতে দেবে না!'

আরও পড়ুন- গণনাকেন্দ্রের CCTV উধাও! বিডিও-কে দুষে চিঠি ঢাল করে তোলপাড় অভিযোগ সুকান্তর!

উত্তর দিনাজপুরের রাজনীতিতে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে আব্দুল করিম চৌধুরীর বিবাদ নতুন নয়। একাধিকবার নানা ইস্যুতে তাঁরা সংঘাতে জড়িয়েছেন। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে এর আগেও তিনি সোচ্চার হয়েছেন। এবার পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরপরই ফের সরব বর্ষীয়ান রাজনীতিবিদ।

আরও পড়ুন- ‘তৃণমূলী বউ’ ভোটে হারতেই চটে লাল ছেলে! ‘বিজেপি বাবা’কে গলা টিপে খুনের অভিযোগ

এবারের পঞ্চায়েত নির্বাচনে আব্দুল করিম চৌধুরীর বেশ কয়েকজন অনুগামী নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, তৃণমূল ব্লক সভাপতির নেতৃত্বে ভোটের পর তাঁদের উপর হামলা হয়েছে। তাঁদের ঘর-বাড়ি ভাঙচুর হয়েছে। নির্দল প্রার্থীদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ। রবিবার আক্রান্ত নির্দল প্রার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে ফের একবার রুদ্র মেজাজে আব্দুল করিম চৌধুরী।

panchayat election 2023 bengal panchayat election 2023 Islampur Abdul Kareem Chowdhury tmc Mamata Banerjee
Advertisment