Advertisment

Infosys Kolkata New Office: রাজ্য জুড়ে হাজার হাজার কর্মসংস্থানের সম্ভাবনা, মমতা সরকারের হাত ধরেই খুলল চাকরির নয়া দিগন্ত

কর্মসংস্থানে রেকর্ড গড়ার লক্ষ্যে নয়া পদক্ষেপ রাজ্যের।

author-image
IE Bangla Web Desk
New Update
Infosys, Rajarhat, New Town, Mamata Banerjee, Babul Supriyo, IT"

কর্মসংস্থানে রেকর্ড গড়ার লক্ষ্যে নয়া পদক্ষেপ।

Infosys Kolkata New Office: বাংলা জুড়ে খুশির খবর। কর্মসংস্থানে রেকর্ড গড়ার লক্ষ্যে নয়া পদক্ষেপ। রাজ্যের বুকে মাথা উঁচু করে দাঁড়াল ইনফোসিসের নয়া ক্যাম্পাস। কলকাতার নিউ টাউনে ইতিমধ্যে চালু করা হয়েছে ঝা চকচকে অফিস।

Advertisment

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় বুধবার বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে আইটি সংস্থাগুলির বিনিয়োগ বাড়ছে। বুধবার থেকে, দেশের বৃহত্তম আইটি সংস্থাগুলির মধ্যে একটি, ইনফোসিস কলকাতার নিউ টাউনে তার নব নির্মিত ভবনে কার্যক্রম শুরু করেছে।

মন্ত্রী বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন যে তিনি কয়েক দিন আগে ৫০ একর জুড়ে বিস্তৃত দুর্দান্ত কমপ্লেক্সটি পরিদর্শন করেছেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছেন। এখন এই কেন্দ্রের কার্যক্রম শুরু হওয়ায় এখানকার হাজার হাজার যুবকের কর্মসংস্থান হবে। তিনি আরও বলেছেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কলকাতাকে ভারতের পরবর্তী সবচেয়ে জনপ্রিয় আইটি হাব করতে প্রতিশ্রুতিবদ্ধ'।

আরও পড়ুন- < Madan Mitra: আড়িয়াদহে গুন্ডারাজ! সৌগত-র পর মদনকে ভয়ঙ্কর হুমকি, তোলপাড় বঙ্গ-রাজনীতি >

উল্লেখ্য ২০১৮ সালের আগস্টে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফ্টওয়্যার উন্নয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। কোম্পানি জানিয়েছে, ৫২৫,০০০ বর্গফুট সুবিধা নির্মাণের প্রথম পর্যায়ে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রাথমিকভাবে এক হাজার আইটি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে নয়া এই ক্যাম্পাসে। বামফ্রন্ট শাসনামলে ৫০ একর জমি অধিগ্রহণ করেছিল ইনফোসিস। বাংলার আইটি শিল্পে নয়া পালক যুক্ত করল ইনফোসিস।

Mamata Banerjee Infosys Portal
Advertisment