Advertisment

প্রাণের পুজো ভেস্তে দেবে অসুর বৃষ্টি, পূর্বাভাসে মন খারাপ বাঙালির

পুজো শুরু। তারই মধ্যে মন খারাপের ওয়েদার আপডেট।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal kolkata weather update 25 february 2023

আজ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা।

পুজো শুরু। তারই মধ্যে মন খারাপের ওয়েদার আপডেট। প্রাণের পুজো ভাসাবে বৃষ্টি। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। তারই মধ্যে বৃষ্টি নিয়ে এমনই পূর্বাভাসে মন বেজায় খারাপ উৎসবপ্রিয় বাঙালির।

Advertisment

পুজো এবার অনেকটাই এগিয়ে এসেছে। সেই কারণে শুরু থেকেই এবার পুজোয় বৃষ্টির একটা আশঙ্কা ছিলই। এবছর গোটা বর্ষায় বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই পর্যাপ্ত বৃষ্টি হয়নি। মাঝে পরপর কয়েকটি নিম্নচাপের জেরে টানা কয়েকদিন বৃষ্টি চললেও বৃষ্টির ঘাটতি মেটেনি। পুজোর ক'দিন কেমন থাকবে আবহাওয়া? তা নিয়ে জোরদার জল্পনার মাঝেই মন খারাপ করা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন- নবরাত্রির চতুর্থীতে উপাসনা করা হয় দেবী কুষ্মাণ্ডার, ভক্তরা কী পান দেবীর আরাধনায়?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত ষষ্ঠী পর্যন্ত আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না। তবে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে সপ্তমী থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। কলকতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমীর দিন কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather update weather today Durgapuja
Advertisment