বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো পুরোদমে শুরু। পঞ্চমীতে বৃষ্টি বাধ না সাধলেও ষষ্ঠীতে অসুর রূপে একাধিক জেলায় ধেয়ে আসতে পারে বৃষ্টি। তবে শনিবার মহাষষ্ঠীতে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তমী, অষ্টমী এবং নবমীতেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুজো শুরু। আজ ষষ্ঠীতে দেবীর বোধন। উৎসবপ্রিয় বাঙালি পুরোপুরি ফেস্টিভ মুডে। আট থেকে আশি পুজোয় বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠতে চেষ্টায় খামতি রাখছেন না কেউই। তৃতীয়া থেকেই মণ্ডপ-মণ্ডপে ভিড় জমানো শুরু হয়েছে। শুক্রবার মহাপঞ্চমীতে সেই ভিড় যেন উপচে পড়েছিল। পঞ্চমীতে বৃষ্টি বিপত্তি না বাড়ালেও আজ মহাষষ্ঠীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- নবরাত্রির ষষ্ঠ দিনে আজ আরাধনা হচ্ছে দেবী কাত্যায়নীর, কী মিলবে দেবীর উপাসনায়?
শুধু ষষ্ঠীতেই নয়। পুজোর বাকি দিনগুলিতে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মহাসপ্তমীতে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। অষ্ঠমীতে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। অষ্টমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়ায়। অষ্টমীতে দুই ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি হতে পারে। শহর কলকাতায় সপ্তমী ও অষ্টমী এই দু'দিনই ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই দশমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। নবমীতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।