Advertisment

সপ্তমী ভেস্তে দিতে আসরে অসুর বৃষ্টি, পুজোর বাকি দিনগুলিতেও ভোগাবেন বরুণদেব?

পুজো শুরু পুরোদমে। ফেস্টিভ মুডে জল ঢালতে ফের এক বার ধেয়ে আসছে প্রবল দুর্যোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
chance of rain throughout the bengal in lakshmi puja 2022

লক্ষ্মীপুজোতেও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস।

পুজো শুরু পুরোদমে। ফেস্টিভ মুডে জল ঢালতে ফের এক বার ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। সপ্তমীর গোটা প্ল্যানটাই ভেস্তে দিতে পারে অসুর বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ মহাসপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

Advertisment

ষষ্ঠীতেও শহর কলকাতা-সহ দক্ষিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টির জেরে ঘোর সমস্যায় পড়তে হয়েছে দর্শনার্থীদের। ষষ্ঠীর পর এবার সপ্তমীতেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই সপ্তমী থেকে একেবারে বিজয়া দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- দুর্গাসপ্তমীতে আরাধনা হয় দেবী কালরাত্রির, কী ফল তাঁর আরাধনায়?

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। একইভাবে পশ্চিমের দুই জেলা ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও আজ বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। মোটের উপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- নবপত্রিকা আসলে কী? দুর্গাপুজোয় কেন কলাবউকে স্নান করানো হয়?

দক্ষিণবঙ্গে আজ থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্টোদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য বৃষ্টির সম্ভাবনা নবমী থেকে। নবমীর দিন থেকে বেশ কয়েকদিন উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Weather Report Weather Forecast Durgapuja
Advertisment