Advertisment

নবমীতে অসুর বরুণদেব! বেলা বাড়তেই বৃষ্টি কলকাতায়, ভিজছে জেলাও

পুজোর আনন্দ মাটি?

author-image
IE Bangla Web Desk
New Update
navami rain, নবমী বৃষ্টি, it is raining in Navami at kolkata, নবমীতে কলকাতায় বৃষ্টি পড়ছে, it is raining in Navami at kolkata rain forecast three bengals districts also, নবমীতে রাজ্যের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস

নবমীতে অসুর বৃষ্টি! বেলা বাড়তেই বৃষ্টি কলকাতায়, ভিজছে জেলাও

পূর্বাভাস ছিল, সেই মতই নবমীর দিন বেলা বাড়তেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। শহরের উত্তর থেকে দক্ষিণ- সর্বত্রই প্রায় হাল্কা বৃষ্টি হচ্ছে। এদিন বেলা পৌনে একটা থেকেই আকাশ কালো হয়ে যায়। তা কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি।

Advertisment

হাওয়া অফিস জানিয়েছে, নবমীতে কলকাতার সঙ্গেই ভিজবে রাজ্যের উপকূলীয় তিন জেলা দুই ২৪ পরগনা ও পূর্বহ মেদিনীপুর।

গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপটি তৈরি হয়েছে। যা ক্রমশ ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। আবাহাওয়া অফিস জানিয়েছে, ধীরে ধীরে সেই নিম্চাপটি শক্তি বাড়িতে স্থলভাগের দিকে এগোচ্ছে। ফলে সোমবার সন্ধ্যার মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর তার জেরেই কলকাতা ও সংলগ্ন তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি পড়তে পারে।

এদিন সকাল থেকে ঝকঝকে ছিল আবহাওয়া। রোদও উঠেছিল। কিন্তু বেলা বাড়তেই তা উধাও হয়ে যায়। আকাশ কালো হয়ে আসে। তারপরই বৃষ্টি নামে।

সোমবার সকালে আইএমডির দেওয়া তথ্য অনুসারে এদিন শুরুতে নিম্নচাপটি ওডিশার পারাদ্বীপ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে, পশ্চিমবঙ্গের দীঘা থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছিল। এখনও পর্যন্ত এই নিম্নচাপের যা গতিপ্রকৃতি তাতে হামুন বাংলাদেশের উপকূলের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে। বুধবার খেপুপাড়া ও চট্টগ্রামের মধ্যবর্তী স্থানে দিয়ে হামুনের অতিক্রম করার কথা রয়েছে।

Rainfall in Bengal Durgapuja
Advertisment