/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/Rain-4.jpg)
জেলায়-জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
সময়ের আগেই বর্ষা ঢুকেছে রাজ্যে। তবে তার আঁচ এখনও পায়নি কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। উত্তরের জেলাগুলিতে তেড়ে বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরেই। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি এখনও অধরা। ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি জেলায়-জেলায়। আজ বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর জেরে গরমের হাঁসফাঁস দশা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ঢুকে পড়েছে বর্ষা। আজও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সোমবার থেকে আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে বর্ষা প্রবেশের সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু।
আরও পড়ুন- গলার ব্যথায় ভাত গিলতেও কষ্ট, মারণ ব্যধি হেলায় উড়িয়ে স্বপ্ন ছুঁলেন সামিনা
উত্তরবঙ্গে বর্ষা ঢোকার ১০-১২ দিনে মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের কথা। তবে এখন ছিটেফোঁটা বৃষ্টির জন্য হাপহিত্যেশ করে বসে থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। প্রাক-বর্ষার বৃষ্টিই নেই দক্ষিণে। ভ্যাপসা গরমে গলদঘর্ম পরিস্থিতি কলকাতা-সহ দক্ষিণঙ্গের সব জেলাতেই। মাঝেমধ্যে বৃষ্টি হলেও তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি কাটছে না। বরং বৃষ্টির পর পরিবেশের গুমোট ভাব আরও বাড়ছে।
রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হতে পার। তবে তাতেও ভ্যাপসা গরমের হাত থেকে পাকাপাকিভাবে মুক্তি মিলবে না। রবিবার বিকেলের ঝড়-বৃষ্টি সাময়িক স্বস্তি এনে দিতে পারে দক্ষিণবঙ্গে।