গত কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ফলে প্রশ্নের মুখে শীতের ইনিংস। কিন্তু শীতপ্রেমীদের আশ্বস্ত করছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে ফের জাঁকিয়ে বাংলায় ফিরছে শীত। আপাতত যা বেশ কিছুদিন স্থায়ী হবে। তবে তা কতদিন সেটা নিশ্চিত করা হয়নি।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে সপ্তাহের শেষে তিলোত্তমায় ফের ঠান্ডার আমেজ টের পাওয়া যাবে। এতদিন পশ্চিমী ঝঞ্জা রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই বাধা কেটেছে। ফলে আবার জাঁকিয়ে ফিরছে শীত।
শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী কয়েকদিনের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের পারদও বেশ কয়েক ডিগ্রি কমবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী পাঁচ-দিন রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে ঝঞ্ঝার কারণে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি হতে পারে।
এ মরসুমের শীতে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ বাধ সেজেছে। ঠান্ডায় ভিজেছে রাজ্য। হাওয়া অফিসের পূর্বাভাস, ফেব্রুয়ারি মাসের ৪ ও ৫ তারিখ বাংলায় বৃষ্টি হবে। বর্ষণের নেপথ্যে সেই পশ্চিমী ঝঞ্ঝাই। অর্থাৎ সরস্বতী পুজো মাটি করতে পারে বৃষ্টি।