Advertisment

আরও বাড়বে গরম, বৃষ্টি নিয়ে কী আপডেট হাওয়া অফিসের?

কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দেখা নেই। অস্বস্তি বাড়াচ্ছে অসহ্য গরম।

author-image
IE Bangla Web Desk
New Update
পুজোর মুখেও দুর্যোগের আশঙ্কা? বিরাট আপডেট হাওয়া অফিসের

ফাইল ছবি।

কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দেখা নেই। অস্বস্তি বাড়াচ্ছে অসহ্য গরম। আপাতত দিন তিনেক কলকাতা ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আরও বাড়বে গরম। এমনই জানাচ্ছে আবহাওয়া দফতর।

Advertisment

ছিটেফোঁটা বৃষ্টিরও দেখা নেই, ভ্যাপসা গরমে ফের একবার নাজেহাল পরিস্থিত তৈরি হয়েছে শহর কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গোদের ওপর বিষফোঁড়ার মতো অস্বস্তি বাড়িয়ে হাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে তাপমাত্রার পারদ আরও চড়বে। অনন্ত দিন তিনেক ধরে তাপমাত্রা বাড়তেই থাকবে। দিনে-রাতে গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হবে।

গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তিন তিনেক বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছে আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তা স্বস্তি দেবে না বলেই মত আবহাওয়াবিদদের। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে গরম আরও বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

আরও পড়ুন- Daily horoscope, 26 May 2022: বৃহস্পতিবারে লাভের মুখ দেখবে কোন রাশির জাতকেরা? পড়ুন রাশিফল

পরিস্থিতির বদল কবে থেকে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবারে পর থেকে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিকতে আবহাওয়ার বদল ঘটবে। শনিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাঙাস রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

weather weather update weather today
Advertisment