scorecardresearch

‘জীবনের দ্বিতীয় সেরা দিন’, বললেন সাংসদ-অভিনেত্রী মিমির বাবা, কেন?

হঠাৎ কেন এই দাবি?

jadavpur mp mimi chakraborty went to parliament with her parents on budget day, 'জীবনের দ্বিতীয় সেরা দিন', বললেন সাংসদ-অভিনেত্রী মিমির বাবা, কেন?
সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বুধবার বাজেট অধিবেশনে যোগ দিয়েছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। লোকসভায় একা থাকলেও সংসদের অন্দরে মোটেই একা ছিলেন না তিনি। এই নিয়ে দ্বিতীয়বার সাংসদ-অভিনেত্রী মেয়ের সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা। লোকসভার গ্যালারিতে বসে বাজেট শুনেছেন তাঁরা। এদিন দুপুরে সোশাল মিডিয়ায় বাবা-মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন মিমি। যার থেকে সাংসদের বাবা-মায়ের বাজেট অধিবেশনে যাওয়ার কথা প্রকাশ্যে এসেছে।

সোশাল মিডিয়ায় মিমি চক্রবর্তীর পোস্ট করা ছবিতে দখা যাচ্ছে,বাবার কাঁধে ডানহাত রেখে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আর এক পাশে দাঁড়িয়ে আছেন তাঁর মা। সাংসদের বাঁ হাতে হলুদ রঙের একটি বড় খাম। কিন্তু সেই খামে কী রয়েছে তা জানাননি যাদবপুরের তৃণমূল সাসংদ। ওই খামে বাজেটের গুরুত্বপূর্ণ সব কাগজ রয়েছে বলেই মনে করা হচ্ছে।

ফেসবুকে সাসংদ-অভনেত্রী লিখেছেন, ‘আমার বাবা বলেছেন যে এটি ছিল তাঁর জীবনের দ্বিতীয় সেরা দিন, প্রথমটি হল যখন আমি জন্মগ্রহণ করি।’

সোশাল মিডিয়ায় মিমির পোস্ট করা ছবি

২০১৯ সালে সাংসদ হওয়ার পর টানা তিনবার সংসদের বাজেট অধিবেশনে অংশ নিলেন যাদবপুরের তৃণমূল তাসাংসদ মিমি চক্রবর্তী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট ভাষণ শুনলেন মন দিয়ে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Jadavpur mp mimi chakraborty went to parliament with her parents on budget day