Advertisment

Saayoni Ghosh: প্রচারে বেরিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা সায়নীর! তারপর যা হল…

Lok Sabha Poll 2024: আজ কী শিবলিঙ্গে জব ঢেলে প্রচারে বেরিয়েছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী?

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Jadavpur TMC candidate Saayoni Ghosh faces protests during campaigning in Sonarpur , সোনারপুর-রাজপুরে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

Sonarpur-Rajpur: প্রশ্নবাণে বিদ্ধ যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

TMC Lok Sabha Election 2024: এই তো সেদিনের কথা। বারুইপুরে তৃণমূলের সায়নী ঘোষ (Saayoni Ghosh) প্রচারের বেরিয়েছিলেন শিবলিঙ্গে জল ঢেলে। প্রচারজুড়ে শাসক শিবিরের এই তারকা প্রার্থী দেখার ভিড়। কিন্তু, শুক্রবার ঘটল উলোটপূরাণ। প্রচারে গিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হল প্রার্থী তথা তৃণমূলের যুব সভানেত্রীকে! প্রথমে মুখ বন্ধ রাখলেও, পরে অবশ্য বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি।

Advertisment

শুক্রবার যাদবপুর লোকসভার (Jadavpur Lok Sabha Constituency) অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন সায়নী। হুড খোলা জিপে তৃণমূল নেতা, কর্মী পরিবৃত তৃণমূল প্রার্থীকে দেখতে এদিনও ভিড় ছিল। নিজডস্ব ঢঙে জনসংযোগ সারছিলেন তিনি। কিন্তু গাড়ি এগোতেই বিড়ম্বনা! বেশ কয়েকজন মহিলা সায়নীকে দেখে হাত নাড়ানোর বদলে চিল চিৎকারে কিসব যেন বলছিলেন। যা শোনার চেষ্টাও করেন তৃণমূল প্রার্থী। যদিও গাড়ি থামেনি। এদিকে নাছোড় মহিলারাও বলে চলেছেন, 'এখন ভোট চাইতে এসেছেন, কাউকে দেব না ভোট।'

হঠাৎ কেন ক্ষুব্ধ ওই মহিলারা? নাম প্রকাশে অনিচ্ছুক এর মহিলার কথায়, 'আমাদের বাড়ির সামনে রাস্তার হাল একেবারে বেহাল। জল জমে যায়, নিকাশী ব্যবস্থা নেই। পুরসভাকে জানিয়েও লাভ হয়নি। কত ফোন করেছি, কেই আসেনি। সব দলকেই বলেছি। এখন ভোট আসতেই প্রার্থীরা সদলবলে চলে এসেছেন ভোট চাইতে। আগে ঝামেলা মেটাও। তারপর ভোট চাইবে। না হলে কাউকে ভোট দেব না।'

আরও পড়ুন- Dilip Ghosh: ‘উনি যেভাবে মার্জিন বাড়ান সবাই জানেন’, মারাত্মক তিরে অভিষেককে ধুয়ে দিলেন দিলীপ

মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে ছিলেন সায়নী ঘোষ। পরে প্রচারের গাড়িতে দাঁড়িয়েই সাংবাদিকদের সায়নী বলেন, 'রাজপুর-সোনারপুরের ওই এলাকায় জল প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে। রাস্তা করা হচ্ছে, জলের ব্যবস্থাও করা হবে। ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে।'

ক্ষুব্ধ মহলিদের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, 'এলাকার মানুষদের বক্তব্য যথার্থ, আমি সমর্থন করছি। কারণ আগে যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি, এলাকা ঘুরেও দেখেননি, এলাকার মানুষদের অভাব অভিযোগ কখনও তিনি উপলব্ধি করেননি। তাই আজকের চোখের সামনে সাধারণ মানুষের এই কথাগুলো শুনতে হচ্ছে। কিছু করার নেই কাজ না করলে শুনতে তো হবেই। মানুষ তো আর চুপচাপ বসে থাকবে না।'

2024 General Election Jadavpur Lok Sabha Constituency 2024 tmc Saayoni Ghosh loksabha election 2024 Sayani Ghosh
Advertisment