Advertisment

Sayani Ghosh: রোদে পুড়লেও ছাতা নেবেন না সায়নী, মাথায় ঘোমটাতেই কাজ চালাবেন! কেন জানেন?

Sayani Ghosh: মঙ্গলবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিমান বন্দোপাধ্যায় ছিলেন সায়নী ঘোষের প্রচারে। প্রচণ্ড গরমের মধ্যে এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুরে প্রচার সেরেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। কর্মীদের এগিয়ে দেওয়া ডাবের জল কখনও আবার গ্লুকোজ-ORS-এ চুমুক দিয়েছেন তিনি।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Jadavpur tmc candidate sayani ghosh campaign for lok sabha polls 2024

Sayani Ghosh: বারুইপুরে নির্বাচনী প্রচারে সায়নী ঘোষ।

Sayani Ghosh-Lok Sabha Election 2024: জমে উঠেছে লোকসভার লড়াই। দিকে-দিকে প্রচারে ঝড় তুলছেন প্রার্থীরা। এদিকে, সূর্যের গনগনে তেজে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়লেই আগুনে পরিস্থিতি তৈরি হয়েছে! তবে মঙ্গলবার এই প্রখর রোদ গায়ে চড়িয়েই নির্বাচনী প্রচার সারতে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে (Sayani Ghosh)। মঙ্গলবার বারুইপুরে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেই প্রখর রোদেও তাঁর ছাতা না নেওয়ার কারণ জানালেন সায়নী।

Advertisment

কী বললেন সায়নী?

"তৃণমূল ৩৬৫ দিন মাঠে থাকে। প্রখর রোদে কর্মীরা পায়ে পা মিলিয়ে চলছেন। আমরা এসি ঘরে বসে থাকার মানুষ নই। মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার। মাঠে নেমে লড়াই করতে হবে। মাটি কামড়ে পড়ে থাকতে হবে। কেউ ভালোবেসে ডাব, গ্লুকোজ, ORS দিচ্ছেন। কর্মীদের বলছি ছাতা নিতে, আমরা নিতে পারি না। কারণ, বেশি ছাতা নিলে মুখ ঢাকলে লোকজন দেখতে পায় না। কর্মীদের স্পিরিটেই আমাদের স্পিরিট।"

এদিন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিমান বন্দোপাধ্যায় (Biman Banerjee) ছিলেন সায়নী ঘোষের প্রচারে। প্রচণ্ড গরমের মধ্যে প্রচার সেরেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী। কর্মীদের এগিয়ে দেওয়া ডাবের জল কখনও আবার গ্লুকোজ-ORS-এ চুমুক দিয়েছেন তিনি।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: কেন্দ্রীয় বাহিনীর পাল্টা ‘মা লক্ষ্মীর বাহিনী’? সায়নীর প্রচারে ‘ভয়ঙ্কর’ নিদান TMC বিধায়কের!

এদিকে, সায়নীর সমর্থনে দলের কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে 'মারাত্মক' কিছু মন্তব্য করে ফেলেছেন বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সরদার (Bivas Sardar)। এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) থামাতে পাল্টা 'মা লক্ষ্মীর বাহিনী' নামানেরা হুঙ্কার দিয়েছেন তৃণমূল নেতা।

আরও পড়ুন- Sandeshkhali: ‘দ্বিতীয় সন্দেশখালি’ হতে যাচ্ছে বাংলার এই এলাকা? একাংশের TMC নেতার বিরুদ্ধে বিদ্রোহের আগুন!

এছাড়াও কর্মীদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, "ভোটের ১৫ দিন আগেই ভোট হয়ে যাবে।" যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। জোড়াফুল বিধায়কের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনে (Election Commission) নালিশ জানিয়েছেন যাদবপুরের BJP প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)।

tmc Sayani Ghosh loksabha election 2024
Advertisment