Advertisment

Sayani Ghosh: প্রচারে তাজ্জব 'পারফরম্যান্স' সায়নীর! হেসে খুন বিমান বন্দ্যোপাধ্যায়!

Lok Sabha Election 2024: এবার যাদবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যে শাসকদলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। গত রবিবার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে পুরোদমে প্রচারে নেমে পড়েছেন সায়নী। গতকাল বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় প্রচার করতে দেখা গিয়েছিল সায়নী ঘোষকে। মঙ্গলবার বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় দলের স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রচারে হাঁটলেন সায়নী ঘোষ। এদিন তাঁর সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Jadavpur TMC Candidate Sayani ghoshs election campign at baruipur

Lok Sabha Election 2024: জমে উঠেছে ভোটের প্রচার।

Jadavpur TMC Candidate Sayani Ghosh Election Campaign: পুরোদমে প্রচতার শুরু তৃণমূল প্রার্থীদের। মঙ্গলবার বারুফুরে ভেটারে প্রচার সারলেন য়াদবপুর লোকসবা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন বারুইপুরের পদ্মপুকুর চত্বরে অভিনব কায়দায় প্রচার সারতে দেখা গিয়েছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। প্রতারে সায়নীর কাণ্ড দেখে বেশ খুশি এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisment

মঙ্গলবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বারুইপুর টাউন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ গিয়েছিলেন। সেখানে এলাকার সব দলীয় কাউন্সিলর ও বারুইপুর পশ্চিম বিধানসভার সব তৃণমূল পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতির সঙ্গে সায়নীর পরিচয় করিয়ে দেন স্থানীয় তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।

publive-image
মোমো বানিয়ে দোকানের কর্মীদের সঙ্গে গল্পে মাতলেন সায়নী ঘোষ।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: ‘আগে বলুন ভোটে জিতলে এসব করবেন!’, প্রচারে তৃণমূল প্রার্থীকে কীসব শুনতে হল জানেন?

প্রার্থী পরিচিতির পর সেখানে একটি সাংগঠনিক বৈঠকও হয়। তারপর বারুইপুর কাছারি বাজার থেকে পদ্মপুকুর মোড় পর্যন্ত একটি র‍্যালিও করা হয়। র‍্যালিতে পা মেলান যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর পৌরসভার উপ পুরপ্রধান গৌতম দাস-সহ তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- Soumitra Khan-Sujata Mandal: দুরন্ত আকচাআকচি স্টার্ট! প্রাক্তন স্বামী-স্ত্রীর ‘তু তু ম্যায় ম্যায়’-এ সরগরম বিষ্ণুপুর!

প্রচারে বেরিয়ে সায়নী বারুইপুরের ১২ নম্বর ওয়ার্ডে একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত রেস্তোরাঁয় ঢুকে পড়েন। সেখানে ঢুকে নিজে হাতে তিনি মোমো তৈরি করেন। শুধু তাই নয় ওই রেস্তোরাঁয় কর্মরত মহিলাদের সঙ্গে জমি আলাপও সারেন।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: ঘোর বিপাকে মালদা উত্তরের তৃণমূল প্রার্থী, প্রচারের প্রথম দিনেই বড় ধাক্কা প্রাক্তন আইপিএসের

tmc Sayani Ghosh loksabha election 2024
Advertisment