/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/Sayani-Ghosh.jpg)
Sayani Ghosh: পাড়ার শিব মন্দিরে পুজো দিচ্ছেন সায়নী ঘোষ।
TMC Candidate Sayani Ghosh: শিবভক্ত সায়নী ঘোষ। লোকসভা নির্বাচন পর্বের শুরুতেই শিবলিঙ্গে পুজো দিয়েছিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এবার লোকসভা নির্বাচনের শেষ দফাতেও শিবমন্দিরে যাদবপুরের তৃণমূল প্রার্থী। শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে অগাধ ভক্তিতে অসীম শ্রদ্ধায় পুজো দিলেন সায়নী।
সায়নী ঘোষকে নিয়ে শিবলিঙ্গে কন্ডোম পরানো বিতর্ক এখনও তাজা। বিরোধীরা বিশেষ করে BJP এখনও এই ইস্যুটিকে ঢাল করে সায়নীর ঘোষের বিরুদ্ধে প্রায়সই সরব হয়। যদিও এর উল্টো ব্যাখ্যা আগে দিয়েছিলেন সায়নী। তাতেও বিতর্ক থামেনি।
যাদবপুর কেন্দ্রে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণার পরপরই শিব মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর আজ নির্বাচনের শেষ দিনেও পাড়ার শিব মন্দিরে গিয়ে অগাধ ভক্তিতে মোমবাতি, ধূপ জ্বালিয়ে শিবলিঙ্গে পুজো দিলেন সায়নী ঘোষ।
আরও পড়ুন- Bhangar: ‘ভোট দিলে হাত-পা কেটে নেব’, মারাত্মক হুমকিতে ‘ঘরবন্দি’ ভোটাররা, অশান্তির আগুন ভাঙড়ে
উল্লেখ্য, ২০১৫ সালে সায়নী ঘোষের এক্স হ্যান্ডল থেকে শিবলিঙ্গ নিয়ে একটি পোস্ট হওয়াকে কেন্দ্র করে তুমুল বিতর্কের জন্ম হয়। সায়নির অ্যাকাউন্ট থেকে হওয়া সেই পোস্ট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে সরব হয় বিভিন্ন মহল। এমনকী তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ পর্যন্ত দায়ের হয়। আত্মপক্ষ সমর্থনে সেই সময় সায়নী জানিয়েছিলেন, তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। পরে তিনি সেটি বুঝতে পেরে সেই পোস্ট দেখে ডিলিটও করে দিয়েছেন। বিতর্ক তাতেও থামেনি।