Jadavpur University: আবারও অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাদবপুর ক্যাম্পাসে অযোধ্যায় রাম মন্দিরের লাইভ স্ট্রিমিং অনুষ্ঠান দেখানোর উদ্যোগকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। 'রাম-রাম' স্লোগান শুরু হতেই পাল্টা 'ইনকিলাব-জিন্দবাদ' স্লোগানে ঝড় তোলে বাম ছাত্র সংগঠনও। ক্যাম্পাসে চরম উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। হাতাহাতি-মারামার বাদ যায়নি কিছুই। দু'পক্ষের গন্ডগোল থামাতে গিয়ে চূড়ান্ত হেনস্থার মুখে পড়তে হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যকেও।
ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ক্যাম্পাস। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংয়ের তোড়জোড় শুরু হয়। অনুষ্ঠানের আয়োজক ছিল (JU Students)।
এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন অনুষ্ঠানের লাইভ দেখানোর তোড়জোড় শুরু হতেই তাতে বাধা দেয় বাম ছাত্র সংগঠন। আয়োজকদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায় তাঁদের। দু'পক্ষের মধ্যে হাতাহাতি-মারামারি পর্যন্ত হয়েছে। বাম ছাত্র সংগঠনের অভিযোগ, ABVP-র তরফেই এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যদিও তাঁদের এই দাবি উড়িয়ে আয়োজকরা পাল্টা জানান, তাঁদের সঙ্গে কোনও সংগঠনের যোগ নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পরিচয়েই তাঁদের এই উদ্যোগ।
লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানে বাধা পেয়েই এরপর রামের নামে স্লোগান শুরু করে দেয় একদল ছাত্র। এরপরেই বাম ছাত্র সংগঠনের তরফে পাল্টা 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান তোলা হয়। মুহূর্তে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসে। মারামারি শুরু হয়ে যায় দু'পক্ষের। খবর পেয়েই সেখানে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত।
তিনি দু'পক্ষকে শান্ত করতে গেলে তাঁকেও চূড়ান্ত হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এদিকে, রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখানোর আয়োজন করা ছাত্রদের অভিযোগ, বাম ছাত্রদের বাধায় তাঁরা তাঁদের কর্মসূচি এদিন পালন করতে পারেননি।