ইসরোর দলকে এখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে না আসার অনুরোধ কর্তৃপক্ষের। বৃহস্পতিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি প্রতিনিধি দলের। তবে সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউই আপাতত ইসরোর কাছে দিন কয়েক সময় চেয়ে নিয়েছেন। তাঁরই অনুরোধে যাদবপুর সফর আপাতত পিছিয়ে দিয়েছে ইসরো।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক মৃত্যুর পরেই নানা বিতর্ক তৈরি হয়। ব়্যাগিংয়ের জেরেই ছাত্র মৃত্যুর কথা কার্যত স্বীকার করে নেয় কর্তৃপক্ষও। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস ব়্যাগিং বন্ধে ইসরোর দ্বারস্থ হন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ইসরোর মতো সংস্থার এক্সপার্টিজম কাজে লাগাতে চেয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি নিজে এব্যাপারে কথা বলেছিলেন ইসরো প্রধান এস সোমনাথের সঙ্গে।
আরও পড়ুন- ‘সোনার ঠাকুর’ বিক্রির টোপ, তুমুল তৎপরতায় বিরাট চক্রের পর্দাফাঁস
উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস-হস্টেলে নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করা যায় সেব্যাপারে রাজ্যপাল আলোচনা করেছিলেন ইসরো প্রধানের সঙ্গে। এরপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসরো।
রাজ্যপালের নির্দেশে কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বুদ্ধদেব সাউ। সূত্রের খবর, উপাচার্য হিসেবে সব দায়িত্ব বুঝে নিলেও ইসরোর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে এখনও প্রয়োজনীয় নথি তিনি জোগাড় করে উঠতে পারেননি বলে জানা গিয়েছে। সেই কারণে তিনিই ইসরোর কাছে একটু সময় চেয়ে নিয়েছেন। তবে ইসরোর দল এবার কবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসতে পারে সেব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু জানা যায়নি।