Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে ফের ছাত্র নিগ্রহ। হাসপাতালে চিকিৎসাধীন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সান্ধ্য বিভাগের ছাত্র। গতকাল রাতে আহত ওই ছাত্রকে উদ্ধার করতে গেলে বাধার মুখে পড়তে হয় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টকে। নির্যাতিত ওই ছাত্রের বিরুদ্ধেই চুরির অভিযোগ তুলেছেন হস্টেলে ছাত্রদের একাংশ। মাত্র কিছুদিন আগেই যাবদপুর বিশ্ববিদ্যালয়ে মেইন হোস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনা রাজ্যজুড়ে তোলপাড় ফেলেছিল। আবার সেই মেইন হস্টেলেই ছাত্র নিগ্রহের ভয়ঙ্কর অভিযোগ। এই ঘটনা ফের রাজ্যে শিক্ষাঙ্গনের পড়ুয়া নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে।
সূত্রের খবর, পুরুলিয়া থেকে আগত কম্পিউট্যার ইঞ্জিনিয়ারিং সান্ধ্য বিভাগের ওই ছাত্রের বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ আনেন হস্টেলেরই বেশ কিছু ছাত্র। তাকে ঘিরে ধরে চলে হেনস্থাও। খবর পেয়েই বিশ্ববিদ্যালয়ের তরফে মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট সহ আধিকারিকরা হস্টেল ক্যাম্পাসে এসে দেখেন ওই ছাত্রকে ঘিরে ধরে রয়েছে বেশ কিছু ছাত্র। সেখান থেকে আহত ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করতে চাওয়া হলেও বাধার মুখে পড়তে হবে মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্টকে। গোটা ঘটনায় মানসিক ভাবে ওই ছাত্র ভেঙে পড়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গোটা ঘটনার রিপোর্ট দিয়েছেন মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট মিতালি দেব।
আরও পড়ুন - < Potato Price Hike: বেড়েই চলেছে! আগামী কয়েক মাসে আদৌ কমবে আলুর দাম? কী বলছেন মন্ত্রীমশাই? >
খবর পেয়েই ওই ছাত্রের মা-বাবা কলকাতায় এসে পৌঁছেছেন। যদিও গোটা ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ জমা না দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র্যাগিং স্কোয়াড টিমের সদস্যরা হাসপাতালে গিয়ে আহত ওই ছাত্রের সঙ্গে কথা বলে পরিস্থিতির ভয়াবহতা বোঝার চেষ্টা করেছেন। পাশাপাশি গোটা ঘটনা গুরুত্বসহকারে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
যদিও বিশ্ববিদ্যালয়য়ের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট মিতালি দেব এই ঘটনায় র্যাগিংয়ের তত্ত্বকে কার্যত উড়িয়ে দিয়ে বলেছেন, 'ল্যাপ্টপ চুরির অভিযোগে ওর বন্ধুরাই ওকে ঘিরে ধরে বসেছিল। হস্টেল সুপারও ওখানে ছিলেন। কোন নিগ্রহের ঘটনা ঘটেনি। কিন্তু আমার মনে হয়েছে ছেলেটিকে হাসপাতালে ভর্তি করতে হবে। রাত্রে শরীর খারাপ হতে পারে তাই অ্যাম্বুলেন্স ডেকে কেপিসি মেডিক্যাল কলেজে ছাত্রকে ভর্তি করাই। এখন ওর অবস্থা স্থিতিশীল'। বিষয়টিকে 'প্যানিক অ্যাটাক' বলে উল্লেখ করেছেন তিনি।