/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/Jadavpur-University.jpg)
যাদবপুর বিশ্ববিদ্যালয়।
এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রের রহস্যমৃত্যু। হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু এক ছাত্রের। ওই ছাত্রের রহস্যজনক এই মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কয়েকজনের দাবি, র্যাগিংয়ের শিকার হয়েছেন ওই ছাত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এব্যাপারে লিখিতভাবে অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গিয়েছে, ওই ছাত্র নদিয়ার বগুলার বাসিন্দা। বাংলায় স্নাতকস্তরে পড়াশোনা করতে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ে তাঁর আর পড়া হল না। হস্টেল থেকে পড়ে মৃত্যু ছাত্রের। প্রথমে আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী বেসরকারি হাসপাতালে। সেখানে শারীরিক পরিস্থিতির আরও অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। ঠিক সেই সময়েই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন- টাকায় কেনা চাকরি? তলব পেয়েই CBI দফতরে ২৩ প্রাথমিক শিক্ষক
এদিকে, ছাত্রের মৃত্যু ঘিরে তৈরি হযেছে বড়সড় ধোঁয়াশা। বুধবার মাঝরাতে হস্টেলের আবাসিকরা ভারী কিছু পড়ার শব্দ পান। ছুটে গিয়ে তাঁরাই জখম ওই ছাত্রকে দেখতে পান। রক্তাক্ত অবস্থায় তাঁরাই ওই ছাত্রকে নিয়ে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন।
আরও পড়ুন- বেড়াল ভেবে ছোট্ট ছানার প্রতিপালন, বড় হতেই তার রূপ দেখে চোখ কপালে!
সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। র্যাগিংয়ের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত র্যাগিংয়ের কোনও অভিযোগ মেলেনি।