যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ফের পথে নামল এসএফআই। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মেন রোডে বসে তারা অবস্থান বিক্ষোভে বসে। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার বেঁধে যায়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় এসএফআই কর্মী, সমর্থকরা।
Advertisment
ঢাকুরিয়া থেকে যাদবপুর এইট-বি স্ট্যান্ড পর্যন্ত বৃহস্পতিবার মিছিল করে এসএফআই। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। ছড়ায় উত্তেজনা। পাল্টা ব়্যাগিং বন্ধের দাবিতে যে মিছিল তাতে কেন বাধা? এরপর রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা। ব্যারিকেড ভেঙে ফেলে এগিয়ে যায় এসএফআই কর্মী, সমর্থকরা।
এশএফআই-য়ের দাবি, শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানকেই ব়্যাগিং মুক্ত করার দাবিতেই এই প্রতিবাদ মিছিল। অন্যদজিকে এদিন যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় ডিএসও।
অন্যদিকে আবার মেডিক্যাল কলেজেও অ্যান্টি র্যাগিং র্যালি করেন ডাক্তারি পড়ুয়ারা।