বিতর্কিত কনক সরকার আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন সরকার এই মর্মে ঘোষণা করেছেন।
আগামী শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি পরবর্তী সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিভাগীয় প্রধান ওমপ্রকাশ মিশ্র।

এদিন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের ছাত্র ও অধ্যাপকরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দাবিদাওয়ার একটি তালিকা তাঁর হাতে তুলে দেন। এর মধ্যে বিভাগীয় শিক্ষক কনক সরকারকে বহিষ্কারের দাবিও ছিল। সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের জেরে সর্বত্র নিন্দিত হয়েছেন ওই অধ্যাপক। সেই পোস্টে মহিলাদের কৌমার্যকে সিলহীন বোতলের সঙ্গে তুলনা করেছিলেন কনক।