Advertisment

স্বপ্নদীপের মৃত্যু রহস্যে নয়া মোড়! 'চিঠি'-তে উল্লেখ 'রুদ্র দা' আসলে কে?

কী বলছেন রুদ্র নিজে?

author-image
IE Bangla Web Desk
New Update
ugc team will not come wednesday claims jadavpur university authority

যাদবপুরের ছাত্র স্বপ্নদীপ মৃত্যুতে এখনও পর্যন্ত গ্রেফতার তিন।

যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর উদ্ধার হওয়া ডায়রির পাতায় লেখা চিঠি-র উল্লেখ নিয়েই এখন একাধিক প্রশ্ন৷ ডিন অফ স্টুডেন্টসকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে, ক্যাম্পাসের জনৈক 'রুদ্র দা'র কথা বলা হয়েছে৷ বলা হয়েছে, সেই সিনিয়র নাকি হস্টেল নিয়ে ওই ছাত্রকে অযথা ভয় দেখিয়েছে৷ বলেছে, ওই হস্টেলে থাকলে দাদাদের ফাই-ফরমাশ খাটতে হয়, না খাটলে ছাত্রদের দোতলা-তিন তলা থেকে ঝাঁপ দিতে হয়৷ যে চিঠিটি সামনে এসেছে, তা আদৌ মৃত পড়ুয়া লিখেছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ জানা গিয়েছে, ওই চিঠিতে থাকা বয়ানের সঙ্গে বুধবার রাতে ডিন অফ স্টুডেন্টসের কাছে যাওয়া ফোনের বয়ানের মিল রয়েছে৷ যা নতুন করে জল্পনা বাড়াচ্ছে৷

Advertisment

ইতিমধ্যেই মৃত ছাত্রের বাবা অবশ্য জানিয়েছেন, ওই চিঠিতে থাকা হাতের লেখা তাঁর ছেলের নয়৷ তদন্তের মোড় ঘোরাতেই এই কারসাজি করেছেন অভিযুক্তেরা৷ এমনকি, চিঠির নীচে থাকা ছাত্রের স্বাক্ষর নিয়েও সন্দেহ রয়েছে৷ পুলিশের তরফে ওই ছাত্রের পুরনো খাতা বা হাতের লেখার নমুনা পরিবারের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছের৷ সেই হাতের লেখা পেলে, ডায়েরিতে থাকা হাতের লেখার সঙ্গে তা মিলিয়ে দেখা হবে৷ ফলে প্রশ্ন উঠছে চিঠি-তে লেখা ডাবল রাইটিং নিয়ে।

প্রশ্ন আরও একটি- গত শনিবারই মৃত ছাত্রের একটি ডায়েরি হস্টেলের ঘর থেকে পান তদন্তকারীরা৷ সেই ডায়েরিতে লেখা চিঠি ঘিরেই এবার নতুন করে শুরু হয়েছে জল্পনা৷ দেখা গিয়েছে, সেই চিঠির গোটাটাই টানা এক ভাবে লেখা হলেও তারিখের জায়গায় ডাবল রাইটিং পাওয়া গিয়েছে৷ তারিখের জায়গায় লেখা রয়েছে ১০ আগস্ট৷ অভিযোগ, ৯ আগস্টের উপরে নতুন করে ১০ আগস্ট করা হয়েছে সেখানে৷ কিন্তু, গত ৯ অগাস্টই যাদবপুরের মেন হস্টেলের নীচে নগ্ন, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই ছাত্রটিকে৷ পরের দিন ভোরেই মৃত্যু হয় তাঁর৷ এর থেকেই প্রশ্ন উঠছে, যে ৯ অগাস্ট ঘটনা ঘটলে, চিঠির তারিখ কেন ১০ অগাস্ট করা হয়েছিল৷ তাহলে কি অভিযুক্ত ছাত্রেরাই তথ্যপ্রমাণ হেরফের করার চেষ্টা করেছিলেন?

কে এই 'রুদ্র'? বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের দাবি অনুসারে- 'রুদ্র' সম্ভবত রুদ্র চট্টোপাধ্যায়। তিনি বিশ্ববিদ্যালয়ের একটি বাম ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত৷ কী জানাচ্ছেন রুদ্র নিজে? তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে সে থাকে না৷ থাকে ৫ কিলোমিটার দূরে নিজের বাড়িতে৷ রুদ্রর আরও দাবি যে, গত ৭ আগস্ট ওই ছাত্র যখন তাঁর বিভাগে এসেছিলেন, তখন তাঁর সঙ্গে ৩-৪ মিনিট কথা হয়েছিল তাঁর৷ মফসসল থেকে কলকাতায় পড়তে এসেছিলেন স্বপ্নদীপ। ফলে রুদ্র স্বপ্নদীপকে স্বাভাবিক ভাবেই সতর্ক এবং সাবধান করেছিলেন৷ বলেছিলেন, চেনা মানুষজনদের নিয়েই থাকতে৷ হুমকি দেওয়ার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেনম তিনি।

kolkata police swapnadeep kundu Jadavpur University
Advertisment