/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/mahesh-1.jpg)
মাহেশের মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব।ছবি: উত্তম দত্ত
আজ ৪ জুন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে শুরু করে সর্বত্র জৈষ্ঠ্য মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু জগন্নাথ দেবের বিশেষ স্নান উৎসব পালিত হচ্ছে। শাস্ত্র মতে, এই দিনেই আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। তাঁর আবির্ভাব তিথি উপলক্ষে এই স্নানযাত্রার আয়োজন। হুগলির মাহেশের মন্দিরেও রবিবার প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয়েছে।
জগন্নাথ দেবের স্নানযাত্রার মধ্য দিয়েই শুরু হয়ে গেল রথযাত্রার কাউন্ট-ডাউন। রবিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে হুগলির মাহেশের মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। দেড় মন দুধ আর আঠাশ ঘড়া গঙ্গা জলে স্নান সারলেন প্রভু জগন্নাথ। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে গেল পবিত্র রথযাত্রার কাউন্ট ডাউন। এবার শ্রীরামপুরে মাহেশের রথযাত্রা ৬২৭ বছরে পা দিতে চলেছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/Mahesh-2.jpg)
কথিত আছে এদিন স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে। তাই আজকের পর ১৫ দিন ধরে মন্দির বন্ধ থাকবে। লেপ-কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বেন জগতের নাথ। এই সময় হয় অঙ্গরাগ। ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কথিত আছে, জৈষ্ঠ মাসের পূর্ণি তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবেই জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল।
আরও পড়ুন- পুরী গেলে ভুলেও ভুলবেন না এতল্লাট বেড়াতে, নিরিবিলি অসাধারণ পরিবেশ মন কাড়বেই!
স্বয়ম্ভু মনুই এই তিথিতে জগন্নাথ দেবের আবির্ভাবের দিন হিসেবে পালনের নির্দেশ দিয়েছিলেন। প্রভু জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষেই বিশেষ স্নান উৎসবের সূচনা হয়েছিল। মাহেশে এদিন সাড়ম্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়েছে। মন্দিরে এক সেবায়েত জানিয়েছেন, এবছর মহাপ্রভুকে গজবেশ ধারণ করানো হবে।