Mahesh Jagannath Dev Snan Yatra: মাহেশে ২৮ ঘড়া গঙ্গা জল ও দেড় মন দুধে স্নান সারলেন জগন্নাথদেব

Jagannath Dev Snan Yatra Utsav 2024-Mahesh Lord Jagannath Temple: জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে মাহেশের মন্দির। রথযাত্রার আগে আজ স্নানযাত্রা। ২৮ ঘড়া গঙ্গা জল ও দেড় মন দুধে স্নান সেরেছেন প্রভু জগন্নাথ। হুগলির মাহেশের মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবার ৬২৮ বছরে পা দিয়েছে।

Jagannath Dev Snan Yatra Utsav 2024-Mahesh Lord Jagannath Temple: জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে সাজিয়ে তোলা হয়েছে মাহেশের মন্দির। রথযাত্রার আগে আজ স্নানযাত্রা। ২৮ ঘড়া গঙ্গা জল ও দেড় মন দুধে স্নান সেরেছেন প্রভু জগন্নাথ। হুগলির মাহেশের মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবার ৬২৮ বছরে পা দিয়েছে।

IE Bangla Web Desk & Nilotpal Sil
New Update
Jagannath Dev Snan Yatra Utsav 2024 Mahesh Lord Jagannath Temple

Jagannath Dev Snan Yatra Utsav 2024: মাহেশের মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব।

Jagannath Dev Snan Yatra-Mahesh: আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরে মহা আড়ম্বরে পালিত জগন্নাথ দেবের ৬২৮তম স্নানযাত্রা উৎসব। ২৮ ঘড়া গঙ্গা জল এবং দেড় মন দুধে স্নান সারলেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা।

Advertisment

এই বছর জগন্নাথ দেবের স্নানযাত্রা এক বিশেষ তিথি ধরে পালিত হয়েছে। আজকের এই দিনটিকে মোক্ষ যোগ হিসাবে পালন করা হয়েছে মাহেশের মন্দিরে। ১৯৭৭ সালের পর আজ এই ২০২৪ সালে অর্থাৎ ৪৭ বছর পর আজ ভোরে মাহেশের জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব শুরু হয়।

গর্ভগৃহ থেকে তিন বিগ্রহকে নিয়ে আসা হয় মন্দিরের পাশে জগন্নাথ দেবের স্নানমঞ্চে। এরপর মহা সমারোহে তিন বিগ্রহকে স্নান করানো হয়। প্রতি বছর স্নানযাত্রার পর তিন বিগ্রহকে কম্বল মুড়িয়ে গর্ভগৃহের ভিতরে রাখা হয়। কিন্তু এই বছর স্নানযাত্রার পর তিন বিগ্রহকে বিভিন্ন বেশে স্নানমঞ্চে রাখা হবে।

Advertisment

আরও পড়ুন- Kolkata Metro: রাতের মেট্রোয় বাড়ি ফেরেন? কোন স্টেশনে কোন গেট খোলা জেনে নিন

প্রথমে অবকাশ বেশ, এরপর শৃঙ্গার বেশ তারপর গজরাজ বেশ। সন্ধের পর সেই তিন বিগ্রহ মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হবে। সেখানে জগন্নাথ দেব জ্বর আসার কারণে ১৫ দিন গৃহবন্দি থাকবেন। ১৫ দিন পর অর্থাৎ ৭ জুলাই জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথযাত্রার দিন রথে চেপে মাসির বাড়ির দিকে রওনা দেবেন।

আরও পড়ুন- Ilish: মরশুমের শুরুতেই উপচে পড়া ইলিশের জোগান! এবছর কোথায় নামতে পারে রুপোলি শস্যের দাম?

Jagannath Dev Jagannath Dev Snan Yatra Mahesh Lord Jagannath Temple