Advertisment

Jaggganath mandir: স্নানযাত্রার দিনই প্রাণপ্রতিষ্ঠা, পুরীর মন্দিরের আদলে কলকাতার কাছেই এই জগন্নাথ মন্দির মুগ্ধ করবেই

১৮০ কলসি গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করানো হয় প্রভু জগন্নাথকে। এদিন মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে হাজির ছিলেন ভারত সেবাশ্রম ও গৌড়ীয় মঠ এর সন্ন্যাসীরা।

IE Bangla Web Desk এবং Sayan Sarkar
New Update
jaggganath mandir inaugurations at bishnupur

১৮০ কলসি গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করানো হয় প্রভু জগন্নাথকে। এদিন মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে হাজির ছিলেন ভারত সেবাশ্রম ও গৌড়ীয় মঠ এর সন্ন্যাসীরা।

jaggganath mandir inaugurations at bishnupur: আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা। আজকের দিনেই দক্ষিণ ২৪ পরগনায় পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হয়। এদিন সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে ভক্তদের ঢল নামে।

Advertisment

পুরির মন্দিরের আদলের তৈরি হল জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দিরের আগে আজ আজ প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনই এই মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠা হয়। সকাল থেকে মন্দির চত্ত্বরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়।

১৮০ কলসি গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করানো হয় প্রভু জগন্নাথকে। এদিন মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষ্যে হাজির ছিলেন ভারত সেবাশ্রম ও গৌড়ীয় মঠ এর সন্ন্যাসীরা। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিধায়ক তথা রাষ্ট্রীয় পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল।

আরও পড়ুন : < Rumours of child abduction: ‘ছেলেধরা’ গুজবে মারধর-নিগ্রহ জারি, হাজারো সচেতনতার পাঠেও কিছুতেই ফিরছে না হুঁশ! >

এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মন্ত্রী। ভক্তদের জন্য দুপুরে অন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছিম মন্দির কমিটির তরফে। অন্য ভোগ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী স্বয়ং অংশ নিয়ে ভক্তদের মধ্যে অন্নভোগ বিলি করেন। মন্ত্রী জানান, 'আজ থেকে এখানে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার নিত্য সেবা চলবে'।

South 24 Pgs Jagannath Temple
Advertisment