পরপর ২০০ সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে ছাই একের পর গাড়ি, মৃত্যু, হাইওয়েতে মর্মান্তিক কাণ্ড

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় দুই গাড়িতেই। আগুন ছড়িয়ে পড়তেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে গোটা এলাকা।

সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় দুই গাড়িতেই। আগুন ছড়িয়ে পড়তেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে গোটা এলাকা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

পরপর ২০০ সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে ছাই একের পর গাড়ি, মৃত্যু, হাইওয়েতে মর্মান্তিক কাণ্ড

জয়পুর-আজমের হাইওয়েতে ভয়াবহ বিস্ফোরণ, ২০০ সিলিন্ডার ফেটে কেঁপে উঠল এলাকা। 

Advertisment

আরও পড়ুন-'আমিই সম্মতি দিইনি', হাসপাতালের বেডে বসেই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এড়ানোর গল্প শোনালেন শঙ্কর ঘোষ

মঙ্গলবার গভীর রাতে জয়পুর-আজমের জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকা কেঁপে ওঠে। এলপিজি সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় দুই গাড়িতেই। আগুন ছড়িয়ে পড়তেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় ২০০টি সিলিন্ডার পরপর বিস্ফোরণ হয়। পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisment

প্রায় দু ঘণ্টা ধরে বিস্ফোরণ চলতে থাকে। মোট ৩৩০টি সিলিন্ডারের মধ্যে প্রায় ২০০টি সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। অনেক সিলিন্ডার ৫০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে। সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ট্যাঙ্কার চালক জীবন্ত দগ্ধ হন, যদিও ট্রাক চালক অল্পের জন্য প্রাণে বাঁচেন।

আরও পড়ুন-বুক কাঁপানো দুর্ঘটনা, মৃত্যুমিছিল, হাহাকার, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি নিথর দেহ, 'চোখে জল' প্রধানমন্ত্রীর

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি ঘটে রাত প্রায় ১০টার দিকে। তখন ট্যাঙ্কারটি জয়পুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের অভিঘাতে হাইওয়ের ধারে পার্ক করা আরও পাঁচটি গাড়িতেও আগুন ধরে যায়।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর দুই ঘণ্টা ধরে কোনও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়নি। আগুন লাগার পর এলাকায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। পরে রাত সাড়ে ১২টা নাগাদ দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বুধবার ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলেই জানিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসন ও দমকল বাহিনীকে দ্রুত উদ্ধারকাজ তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া রাতভর ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ত্রাণ ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভজনলাল শর্মা এক্স-এ (টুইটারে) লিখেছেন, “জয়পুর-আজমের জাতীয় সড়কে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দমকল ও দুর্যোগ মোকাবিলা দল ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকাজে নিযুক্ত রয়েছে। আহতদের যথাযথ চিকিৎসা এবং ক্ষতিগ্রস্তদের সকল সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।” উল্লেখ্য, গত ডিসেম্বরে জয়পুর-আজমের মহাসড়কেই একটি এলপিজি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৯ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন-ফের ভারতের দিকে চোখ তুলে তাকালো পাকিস্তান, যোগ্য জবাব ভারতীয় সেনার

accident