কোচবিহারের সভায় না যেতে পেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল বিজেপি কর্মীরা। জলপাইগুড়ির ধূপগুড়ির এ ঘটনায় অন্তত ২০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন এএসপি গ্রামীণ। তাঁর চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন, জমি দিয়েছেন অমিতের সভার জন্য, হাসিমুখে ত্যাগ স্বীকার কুন্ডু পরিবারের
শুক্রবার সকাল থেকেই দফায় দফায় কোচবিহারগামী বাস জলপাইগুড়িতে আটকাতে থাকে পুলিশ। আটক করা হয় বাসযাত্রীদেরও। এ নিয়ে উত্তেজনা চলছিলই। কোতোয়ালি থানায় এ নিয়ে বিক্ষোভও দেখান বিজেপি কর্মী সমর্থকরা।
এরপর ধূপগুড়ির শেষ চেকপোস্ট জুরাপানিতে পুলিশ বাস আটকালে শুরুতে বাদানুবাদ শুরু হয়। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা পুলিশের দিকে পাথর ছোড়ে বলে অভিযোগ। জনতার ছোড়া পাথরে অন্তত ২০ জন পুলিশ কর্মী আহত হন। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ডেনডুপ শেরপার চোখে আঘাত লাগে। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ডেনডুপ শেরপার আঘাত গুরুতর। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করেছেন ধূপগুড়ির চিকিৎসকরা।