'বাংলার চেয়ে বেশি নিরাপদ কাশ্মীর', কলকাতায় এসে এহেন মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি করে দিলেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। কলকাতায় বণিক সভার একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের এই মন্তব্যকে কেন্দ্র করে তুমুল জলঘোলা হয়েছে। মনোজ সিনহার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।
কী বলেছেন মনোজ সিনহা?
"বাংলার চেয়ে কাশ্মীরের মানুষরা বেশি সুরক্ষিত বোধ করেন। তবে এটা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। যে কথার রাজনৈতিক ব্যাখ্যা হয়ে যেতে পারে। যা আমি দেখছি, তাই বলছি। পশ্চিমবঙ্গের চেয়ে বেশি নিরাপত্তা জম্মু কাশ্মীরে রয়েছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা গিয়ে দেখুন।"
উল্লেখ্য, বণিকসভার ওই অনুষ্ঠানে শুক্রবার দর্শকাসন থেকে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাকে উদ্দেশ্য করে এক ব্যক্তি বলেছিলেন, "এরাজ্যের শ্রমিকরা কাশ্মীরে গিয়ে কাজ করতে চাইছেন না। তাঁরা ভয়ে আছেন। নিরাপত্তার অভাব বোধ করেন তাঁরা।" ওই কথার উত্তর দিতে গিয়েই মনোজ সিনহা পাল্টা নিজের মতামত ব্যক্ত করেছিলেন।
আরও পড়ুন- বড়দিনের আগে বেশ ফিকে শীতের আমেজ, ঠান্ডার তুমুল ইউ-টার্ন কবে?
যদিও জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের ওই মন্তব্যের বিরোধিতা করেছে এরাজ্যের শাসকদল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, "জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল পশ্চিমবঙ্গ নিয়ে যা বলেছেন সেটার কোনও ভিত্তি নেই। বিজেপির শিখিয়ে দেওয়া কথা বলেছেন। আপনি বরং জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে কথা বলুন। প্রশাসনের নামে সেখানে কী চালানো হচ্ছে তা আপনাকে বুঝিয়ে দেবেন।"