/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/jamurua-blust.jpg)
West Bengal: মারাত্মক অভিযোগ ঘাস-ফুল শিবিরের।
TMC On Jamuria Blust: দুয়ারে ভোট। তার আগেই রাজ্যে ফের বিস্ফোরণের ঘটনা। রামনবমীর রাতে আসানসোলের জামুড়িয়ার বাগডিহা গ্রামের সিদ্ধপুর এলাকায় একটি বাড়িতে মজুত বোমা ফেটেই এই কাণ্ড। ওই বাড়িটি বিজেপি নেতা কাজল গড়াইয়ের বলে জানা গিয়েছে। তবে ঘটনার পর থেকে কাজল গড়াইয়ের খোঁজ মেলেনি।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুড়িয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে তপন শীল নামের এক ব্যক্তির বাড়ির শৌচালয়ের ছাদ উড়ে গিয়েছে। তিনিই অভিযোগ করেছেন যে, তার পাশের বাড়িতে বোমা মজুত ছিল। সে যার বাড়ি তিনি বিজেপি দলের সদস্য। পুলিশের অনুমান, অত্যাধিক গরমের জেরেই বোমা ফেটে গিয়েছে।
আরও পড়ুন-Mamata-Mithun: বাংলার আরও এক গদ্দার মিঠুন! আর কী বললেন মমতা?
বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। রামনবমীর দিন বিজেপি সন্ত্রাস ছড়ানোর চেষ্টা চাকরেছিল বলে দাবি করেছেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। অন্যদিকে, তৃণমূল মুখাপাত্র কুণাল ঘোষ এই ঘটনার জেরে ক্রোনোলজি বুধিয়েছেন।
কুণাল বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে লেখেন, 'আপনারা ক্রোনোলজি বুঝুন৷
👉
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এসপি ধন রাম সিং-এর সঙ্গে গোপনে মিলিত হয়েছেন
👉 ব্যাপক বিস্ফোরণে বিজেপি কর্মীদের বাসভবন কেঁপে ওঠে, বাড়ির মালিক জিতেন্দ্র তিওয়ারির গোষ্ঠীর সদস্য, যখন তারা অবৈধভাবে বোমা তৈরি করছিলেন। আমরা কি বিশ্বাস করব যে এগুলো নিছক কাকতালীয়?
আমরা নির্বাচনের আগে বিজেপি যে মারাত্মক খেলা খেলছে তার বিরুদ্ধে ইসিআই-এর কাছে দ্রুত এবং নিষ্পত্তিমূলক পদক্ষেপের দাবি করছি!'
Aap chronology samjhiye:
👉 BJP leader Jitendra Tiwari has a clandestine rendezvous with NIA SP Dhan Ram Singh
👉 Massive explosion rocks the residence of BJP workers, members of Jitendra Tiwari's cabal, while they were illegally manufacturing bombs.
Are we to believe these are…— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 18, 2024