Advertisment

এডিজি আইন-শৃঙ্খলা পদ থেকে সরানো হল জাভেদ শামিমকে, বড় পদক্ষেপ কমিশনের

শনিবার এই সিদ্ধান্তে সিলমোহর দেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এডিজি আইন-শৃঙ্খলা পদ থেকে অপসারিত জাভেদ শামিম। তাঁর জায়গায় এলেন জগমোহন।

বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরানো হল জাভেদ শামিমকে। তাঁর জায়গায় আনা হল ফায়ার ব্রিগেডের ডিজি জগমোহনকে। জাভেদ শামিমকে তাঁর জায়গায় পাঠানো হল শনিবার এই সিদ্ধান্তে সিলমোহর দেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যেই পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে কাজ শুরু করে দিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisment

কিছুদিন আগেই জ্ঞানবন্ত সিংকে সরিয়ে এডিজি আইনশৃঙ্খলার পদে জাভেদ শামিমকে বসিয়েছিল নবান্ন। তার আগে রাজ্যে নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে এসে আইনশৃঙ্খলা নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ভোট নির্ঘণ্ট ঘোষণা হলে জ্ঞানবন্তকে সরিয়ে দেওয়া হতে পারে আঁচ করেই জাভেদ শামিমকে তড়িঘড়ি এই পদে বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য। কিন্তু এবার তাঁকেও সরিয়ে দিল নির্বাচন কমিশনার।

তাঁর জায়গায় যিনি এলেন সেই জগমোহন একজন সিনিয়র আইপিএস অফিসার। প্রশাসনিক কাজকর্মে দক্ষ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বরাবরই কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিরোধীরা। বিজেপি, বাম-কংগ্রেস জোট একাধিকবার পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আট দফায় ভোট ঘোষণা সেই অভিযোগকে যদি মান্যতা দেওয়া হল বলা যায়, তাহলে তাৎপর্যপূর্ণ ভাবে একদিনের মধ্যেই পুলিশকর্তাকে সরিয়ে পদক্ষেপ শুরু করল নির্বাচন কমিশন, এটা আর বলার অপেক্ষা রাখে না।

West Bengal Assembly Election 2021 election commission
Advertisment