জম্মু -কাশ্মীরের উধমপুর জেলায় এক ভয়াবহ জঙ্গি হামলায় শহীদ হলেন বাঙালি জওয়ান ঝন্টু শেখ। তিনি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ছিলেন এবং ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী ও কর্তব্যনিষ্ঠ সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দেশসেবায় নিয়োজিত ছিলেন।
উধমপুর জেলার এক পাহাড়ি এলাকায় সন্ত্রাসবাদীরা নিরাপত্তাবাহিনীর কনভয় লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায়। পাল্টা গুলির লড়াইয়ে বেশ কয়েকজন জওয়ান আহত হন, এবং গুরুতর জখম অবস্থায় ঝন্টু শেখ শহীদ হন। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, হামলাকারীরা পাকিস্তান ঘাঁটি থেকে আসা জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। অভিযান চালিয়ে কয়েকজন জঙ্গিকেও নিকেশ করা হয়েছে।
ঝন্টু শেখের মৃত্যুতে তাঁর পরিবার ও গোটা মুর্শিদাবাদ জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বাড়িতে পৌঁছেছে সেনাবাহিনীর এক প্রতিনিধিদল, এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোকবার্তা জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও শহীদ জওয়ানের পরিবারকে সম্মান জানিয়ে অর্থসাহায্যের ঘোষণা করা হয়েছে।
ঝন্টু শেখ ছিলেন একজন নির্ভীক ও নিষ্ঠাবান সৈনিক। তাঁর আত্মবলিদান শুধু তাঁর পরিবার নয়, গোটা বাংলার গর্ব। তাঁর মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সীমান্তে দায়িত্বপালনরত প্রতিটি জওয়ান আমাদের শান্তির জন্য জীবন বাজি রেখে দাঁড়িয়ে থাকে।