Advertisment

Lok Sabha Election 2024: 'আগে বলুন ভোটে জিতলে এসব করবেন!', প্রচারে তৃণমূল প্রার্থীকে কীসব শুনতে হল জানেন?

Lok Sabha Election 2024: এর আগেও পরপর দু'বার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। তৃতীয়বারের জন্য এই কেন্দ্র থেকে ফের তিনিই প্রার্থী হয়েছেন। রবিবার দলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্রের ময়দা কালী বাড়ি চত্বরে প্রচারে বেরিয়েছিলেন বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডল।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Jayanagar Lok Sabha constituency TMC Candidate Pratima Mandals campaigning

Lok Sabha Election 2024: ভোটের প্রচারে জয়নগরের তৃণমূল প্রার্থী।

Lok Sabha Election 2024: জমে উঠেছে লোকসভার লড়াই। রাজ্যের সব কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল (TMC)। কোমর বেঁধে প্রচারেও বেরিয়ে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার জয়নগর (Jaynagar) কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা এলাকার বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mandal) নেমেছিলেন ভোটের প্রচারে। জয়নগরের ময়দা হাইস্কুল চত্বরে প্রচারে যেতেই তাঁকে ঘিরে একাধিক দাবি করেছেন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।

Advertisment

প্রার্থী তালিকা ঘোষণার পর তৃতীয় দিনের মাথায় জয়নগর লোকসভা কেন্দ্রের ময়দা অঞ্চলে প্রচারে গিয়েছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল। মঙ্গলবার তিনি ময়দা কালী মন্দিরে (Maida Kali Bari) পুজো দিয়ে এলাকায় প্রচারে নামেন। মন্দির লাগোয়া একটি স্কুলে ঢোকেন তিনি। এলাকার পরপর দু'বারের সাংসদ প্রতিমা মণ্ডল। তৃতীয়বারেও শাসকদল তৃণমূল তাঁকে প্রার্থী করেছে।

হাতের কাছে প্রার্থীকে পেয়ে স্কুলের একাধিক সমস্যার কথা তুলে ধরলেন শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, বাজার এবং মন্দির সংলগ্ন এলাকায় স্কুল হওয়ায় ক্রমাগত শব্দ দূষণে তাঁদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।

আরও পড়ুন- Soumitra Khan-Sujata Mandal: দুরন্ত আকচাআকচি স্টার্ট! প্রাক্তন স্বামী-স্ত্রীর ‘তু তু ম্যায় ম্যায়’-এ সরগরম বিষ্ণুপুর!

তাছাড়া দশম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর তুলনায় ঘরের সংখ্যা কম থাকায় সমস্যা বেড়েছে। স্বল্পপরিসরে স্কুল বিল্ডিং হওয়ায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা নিয়মিত সমস্যায় পড়েন। সেই কারণেই শাসকদলের প্রার্থীর কাছে স্কুলের দাবি, স্কুলভবনটির সম্প্রসারণ করতে হবে।

আরও পড়ুন- Abhijit Gangopadhyay-Mamata Banerjee: নাম না নিয়ে মমতাকেই তীব্র টিপ্পনি অভিজিতের, যা সব বললেন…চর্চা তুঙ্গে!

স্কুলের শিক্ষক ও ছাত্রীদের দাবি গুরুত্ব দিয়ে শুনেছেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্তী তথা বিদায়ী সাংসদ প্রতিমা মণ্ডল। আসন্ন নির্বাচনে জয়ী হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।

tmc loksabha election 2024 Pratima Mandal
Advertisment