scorecardresearch

স্বস্তি জিতেন্দ্র তিওয়ারির, জেলে রাখা যাবে না আসানসোলের বিজেপি নেতাকে

সোমবারই কি জামিনে মুক্তি পাবেন তিনি?

SSKM Hospital did not admit Jitendra Tiwari
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

আসানসোলে কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গত শনিবার বিকেলে দিল্লি থেকে গ্রেফতার করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে। রবিবার তাঁকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। সেই মামলায় স্বস্তি পেলেন আসানসোলের বিজেপি নেতা। শহরের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জেকে মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ। আগামী ২ সপ্তাহের জন্য জিতেন্দ্রর গ্রেফতারির উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে। ২ সপ্তাহ পর ফের শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে।

কম্বলকাণ্ডে জিতেন্দ্র ও তাঁর কাউন্সিলর স্ত্রী চৈতালী তিওয়ারির বিরুদ্ধে এফআইআর করেছিল পুলিশ। সেই ঘটনায় আগাম জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। কিন্তু শীর্ষ আদালতে মামলার শুনানির আগেই তাঁকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। সেই মামলারই এদিন শুনানি ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ যে, কম্বলকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে আপাতত গ্রেফতার করা যাবে না।

বর্তমানে পুলিশ হেফাতজে রয়েছেন জিতেন্দ্র। তবে আর তাঁকে হেফাজতে রাখতে পারবে না পুলিশ। সুপ্রিম নির্দেশের পর সোমবারই কি জামিনে মুক্ত হবেন তিনি? সেদিকেই নজর রয়েছে।

সুপ্রিম কোর্টে এই মামলার কথা জানিয়েই রবিবার নিম্ন আদালতে নিজের হয়ে সওয়াল করেছিলেন স্বয়ং জিতেন্দ্র তিওয়ারি। থানা থেকে কোর্টের যাওয়ার পথে হুমকির সুরে বিজেপি নেতা বলেছিলেন ‘তৃণমূল শেষ কথা বলবে না। পুলিশও শেষ কথা নয়। ২০২৪ সালে আসানসোলের মানুষ সব জবাব দিয়ে দেবে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Jitendra tiwari arrest stay order supreme court