সোমবার সন্ধে ৬ টা ২০ নাগাদ হাওড়ার সাঁতরাগাছি রেল স্টেশন থেকে আসিফ ইকবাল নামের এক জেএমবি (জামাত মুজাহিদিন বাংলাদেশ) জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ২২ বছরের আসিফ ইকবাল ওরফে নাদিম ২০১৭ সাল থেকে জেএমবি জঙ্গি গোষ্ঠীর সদস্য।
![]()
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মতিউর রহমানের ছেলে নাদিম। ২০১৭ সালে চেন্নাই পাড়ি দিয়ে জেএমবি-র কওসরের কাছে প্রশিক্ষণ নেয় আসিফ। ব্যাঙ্গালোরে এক ডাকাতির ঘটনায় দলের অন্যান্য সঙ্গীর সঙ্গে আসিফের নামও জড়ায়। সোমবার কলকাতা এসেছিল সে। সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাকে।
মঙ্গলবার আসিফকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। আপাতত ৫ মার্চ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, আমাদের আক্রমণ করলে, সোজা জবাব দেব: ইমরান খান
প্রসঙ্গত, খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে র মূল অভিযুক্ত কওসরকে গত বছর ব্যাঙ্গালোর থেকে গ্রেফতার করা হয়।
এর আগে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কেরালার মল্লাপুরম এলাকা থেকে আব্দুল মতিন এবং শিয়ালদহ স্টেশন থেকে মণিরুল ইসলাম নামে মুর্শিদাবাদেরই আর এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ।