Advertisment

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব ইডি-র, রুজিরাকে জেরার দিনই নোটিস

কুন্তল ঘোষের চিঠিই শুধু নয়, কাকুর গ্রেফতারিতে নিয়োগ দুর্নীতি মামলায় বহু বিষয় সামনে এসেছে। সেগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অভিষেককে।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court directs ed cbi to interrogate abishek banerjee in kuntal ghosh letter case , বিরাট ধাক্কা অভিষেকের, কুন্তলের চিঠি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

কী নির্দেশ দিল শীর্ষ আদালত?

নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। আগামী মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত, ওইদিনই ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের।

Advertisment

আজ, বৃহস্পতিবারই ইডির নোটিস, মঙ্গলবার অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি । কুন্তলের চিঠি ছাড়াও একাধিক তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ চায় ইডি। গত ২০ মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

উল্লেখ্য, এদিনই অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে প্রায় চার ঘণ্টা জেরা করা হয়েছে অভিষেক-পত্নীকে। বিকেলে সাংবাদিক বৈঠকে এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার পারিবারিক বিষয় নিয়ে কোনও কথা বলব না। ও (রুজিরা বন্দ্যোপাধ্যায়) ভাল মেয়ে, নিরাপরাধ মেয়ে, সৎ মেয়ে, প্রাপ্ত বয়স্কা। শুধু বলব ইডি বাঘ নাকি? ইডি দেশের জনগণের সেবার জন্য, বিজেপির সেবা করার জন্য নয়।

আরও পড়ুন সাড়ে চার ঘন্টা পর সিজিও ছাড়লেন রুজিরা, মমতা বললেন- ‘ইডি বাঘ নাকি?’

প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে ইডি এবং সিবিআই জেরা করতে পারবে বলে অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তবে ইডি সূত্রে খবর, কুন্তলের চিঠি ছাড়াও আরও অনেক বিষয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে।

Mamata Banerjee abhishek banerjee West Bengal ED kalighater kaku rujira narula
Advertisment