Advertisment

মেধাতালিকার সকলের নিয়োগ, আশ্বাস অভিষেকের, 'স্যার মানবিক' দাবি বঞ্চিত চাকরিপ্রার্থীদের

শুক্রবার এসএসসি আন্দোলনকারীদের আট প্রতিনিধির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee order tatla panchayet pradhan to resign within monday

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে আশ্বস্ত ২০১৬ সালে এসএসসি মেধাতালিকায় থাকা বঞ্চিত চাকরিপ্রার্থীরা। এমনটাই দাবি এসএসসি আন্দোলনের অন্যতম মুখ শহিদুল্লার। তিনি বলেন, 'স্যর অত্যন্ত মানবিক। বৈঠক ইতিবাচক হয়েছে। উনি ১০০ শতাংশ চেষ্টা করবেন।'

Advertisment

শুক্রবার এসএসসি আন্দোলনকারীদের আট প্রতিনিধির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বৈঠক। বৈঠক শেষে এসএসসির আন্দোলনকারী শহিদুল্লা বলেছেন 'স্যর অত্যন্ত মানবিক। বৈঠক ইতিবাচক হয়েছে। উনি ১০০ শতাংশ চেষ্টা করবেন যাতে ২০১৬ সালে এসএসসি মেধাতালিকাভুক্তদের প্রত্যেকে চাকরি পান। কেউ যাতে বঞ্চিত না হন, উনি সে বিষয়ে সম্পূর্ণ চেষ্টা করবেন।'

এ ব্যাপারে আগামী ৮ অগাস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিরা। এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে সেখানেই কথা হবে।

এর আগে মুখ্যমন্ত্রী সহ সরকারি নানাস্তর থেকে একাধিকবার নিয়োগের আশ্বাস দিয়ে আন্দোলন প্রত্যাহারের কথা বলা হয়েছিল। কিন্তু, তখন নিয়োগপত্র হাতে না পেলে আবস্থান আন্দোলন চলবে বলে জানিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আস্বাসের পর কেন খুসই আন্দোলনকারী বঞ্চিত চাকরিপ্রার্থীরা? জবাবে শহিদুল্লা বলেন, 'একদিনে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আলোচনা যে ভাবে হয়েছে তা ইতিবাচক, আমরা খুশি। আর আন্দোলন প্রত্যাহারের বিষয়টি আলোচনা করেপরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

চাকরি মেলার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। কীভাবে তার সমাধান হবে? এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে কিছু বলেছেন কী? শহিদুল্লার দাবি, 'আইনি জটিলতা কাটিয়ে দ্রুত চাকরি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্যার।'

abhishek banerjee West Bengal SSC recruitment WB SSC Scam
Advertisment