Advertisment

'আন্দোলন চলতেই থাকবে, পুজো বাড়িতে কাটান', চাকরিপ্রার্থীদের পরামর্শ দিলীপের

পুজোর সময় আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বাড়িতে সময় কাটানোর পরামর্শ দিলীপ ঘোষের।

author-image
IE Bangla Web Desk
New Update
jobseekers should spend time at homes during puja, says dilip ghosh

পুজোর সময় আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বাড়িতে সময় কাটানোর পরামর্শ দিলীপ ঘোষের।

পুজোর সময় আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বাড়িতে সময় কাটানোর পরামর্শ দিলীপ ঘোষের। চাকরির দাবিতে শহর কলকাতায় একটানা ৫০০ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। তবে পুজোর ক'দিন আন্দোলনকারীদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

Advertisment

আজ মহাসপ্তমী। গোটা বাংলা মেতেছে দশভুজার আরাধনায়। তবে চাকরিপ্রার্থীরা এখনও আন্দোলনে অনড়। উৎসবের আবহেও শহরের রাজপথে ধর্নায় বেকার তরুণ-তরুণীর দল। রবিবার তাঁদের উদ্দেশ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ''তাঁদের দাবি মেটানোর দায়িত্ব সরকারের। ওঁদের আন্দোলন করার কলকাতা ১০০ ভাগ অধিকার আছে। সবাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। তবে পুজোর ক'দিন বাড়িতে গিয়ে সময় দিন। আন্দোলন তো চলতেই থাকবে।''

আরও পড়ুন- বঙ্গ বিজেপির দুর্গাপুজো: ‘দুর্নীতির দেওয়াল’ পেরিয়ে ঢুকতে হবে মণ্ডপে

উল্লেখ্য, চাকরির দাবিতে শহরের রাজপথে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেকার তরুণ-তরুণীরা। যোগ্য হয়েও তাঁরা চাকরি পাননি বলে দাবি। চাকরির দাবিতে ইতিমধ্যেই সরকারের সঙ্গে কয়েক দফায় আলোচনা হয়েছে তাঁদের। তবে রফাসূত্র এখনও অধরা। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও উৎসবের আবহে তাঁদের বাড়িতে গিয়ে সময় কাটানোর বার্তা দিয়েছিলেন। এবার সেই একই পরামর্শ দিলেন দিলীপ ঘোষও।

dilip ghosh Durgapuja SSC recruitment bjp
Advertisment