ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, স্বজন হারানোর কান্না, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি দেহ

রবিবার (২ নভেম্বর) রাজস্থানের যোধপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত ১৫ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং একাধিক যাত্রী আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন

রবিবার (২ নভেম্বর) রাজস্থানের যোধপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত ১৫ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং একাধিক যাত্রী আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন

author-image
IE Bangla Web Desk
New Update
যোধপুর সড়ক দুর্ঘটনা, রাজস্থান দুর্ঘটনা, ফালোদি মাতোদা, তীর্থযাত্রী নিহত, যোধপুর বাস দুর্ঘটনা, Rajasthan road accident, Jodhpur accident, Phalodi Matoda, pilgrims killed, Rajasthan news

ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল

 রবিবার (২ নভেম্বর) রাজস্থানের যোধপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত ১৫ জন  তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং একাধিক যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে যোধপুর জেলার ফালোদি মহকুমার অন্তর্গত মাতোদা থানা এলাকার ভারতমালা এক্সপ্রেসওয়েতে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গেছে,যোধপুরের সুরসাগর এলাকায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তীর্থযাত্রীরা। পর্যটক বোঝাই  বাস মাতোদার কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। বাসটির গতি অত্যন্ত দ্রুত ছিল বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং অন্যরা গুরুতরভাবে আহত হন।

আরও পড়ুন-নীরবতা ভাঙলেন শেখ হাসিনা, সামনে আনলেন 'আসল সত্যি'

মাতোদা থানার আধিকারিক আমানারাম জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিন থেকে চারজন গুরুতর আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসার পর যোধপুরে রেফার করা হয়েছে। নিহতদের অধিকাংশই সুরসাগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

Advertisment

দুর্ঘটনার পর এলাকায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও প্রশাসনের দলও সেখানে পৌঁছায়। বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করতে জেসিবি মেশিন ব্যবহার করা হয়। আহতদের ফালোদি হাসপাতালে এবং গুরুতর আহতদের যোধপুরের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-ইস্পাত কঠিন লড়াইয়ে তাক লাগানো সাফল্য, ৫৪ লক্ষ মাইনের চাকরিতে স্বপ্নপূরণ বঙ্গ তনয়ার

ঘটনার খবর পেয়ে যোধপুর জেলা প্রশাসন, পুলিশ কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে, দুর্ঘটনার পর ট্রেলার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তার সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি যোধপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন যাতে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য ‘গ্রিন করিডর’ তৈরি করা হয় এবং সর্বোচ্চ চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়।

আরও পড়ুন- জঙ্গলরাজ বনাম সুশাসন, বিহার নির্বাচনে খেলা ঘোরানোর বড় বাজি প্রধানমন্ত্রী মোদীর

accident Jodhpur