John Barla VS Manoj Tigga: লোকসভা ভোট ঘোণার আগেই বাংলায় ২০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপি। যা সাম্প্রতিককালে বড় চমক। গেরুয়া নেতৃত্ব হয়তো ভেবেছেন, আগেভাগে প্রার্থী তালিকা ঘোষণা করলে প্রচারে বাড়তি সুবিধা মিলবে। কিন্তু, পৌষ মাসের বদলে এতে সর্বনাশের শঙ্কা বিজেপি শিবিরে। আলিপুরদুয়ার কেন্দ্রে এবার প্রার্থী বদল করেছে পদ্ম বাহিনী। আদিবাসী নেতা জন বার্লার বদলে এই কেন্দ্রে এবার গেরুয়া শিবিরের টিকিট পেয়েছেন বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতন মনোজ টিগ্গা। যা নিয়েই কেন্দ্রের শাসক দলের অন্দরে চরম কোন্দল দানা বেঁধেছে। ক্ষুব্ধ আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ। তাঁর টিকিট না পাওয়ার জন্য মনোজ টিগ্গাকেই দায়ী করেছেন বার্লা! তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন। এমনকী সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে বিজেপি প্রার্থী মনোজকে সরে দাঁড়ানোরও হুঁশিয়ারি দিয়েছেন।
গত শনিবার বিজেপি এবারের লোকসভার প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। আলিপুরদুয়ার কেন্দ্রে বাদ পড়েছেন গতবারের সাংসদ জন বার্লা। তারপর থেকেই ক্ষুব্ধ বার্লা। যা গত কয়েকদিনে আরও বেড়েছে। কেন তিনি টিকিট পেলেন না? সরাসরি মনোজ টিগ্গাকে দায়ী করেছেন বিদায়ী বিজেপি সাংসদ। বলেছেন, 'টিকিক না পাওয়া পিছনে রয়েছেন মনোজ টিগ্গা। আমি টিকিট পাই এঁরা চাইছিলেন না। দলের নেতাদের কাছে আমার বিরুদ্ধে নানা কথা বলেছেন। আসলে ওদের অনেকের টিকিট পাওয়ার ইচ্ছে ছিল। ওরা বলছেন জন বার্লা খারাপ। আমার প্রশ্ন গত ৮ বছর এনএলএ হয়ে মনোজ টিগ্গা কি কাজ করেছেন?' বার্লার হুঁশিয়ারি, 'এখানে বিজেপিকে জিততে গেলে মনোজ টিগ্গাকে প্রার্থী পদ প্রত্যাহার করে নিতে হবে। না হলে আমরা প্রচার করব না।'
জন বার্লা গেরে গিয়েছেন। তাঁর মানভঞ্জনে বুধবার ফালাকাটার বিধায়ক দীপক বর্মনকে নিয়ে বিদায়ী সাংসদের বাড়িতে গিয়েছিলেন মনোজ টিগ্গা। দীর্ঘক্ষণ বসে থাকলেও দেখা করেননি বার্লা। ফিরে যেতে বাধ্য হন বিজেপির দুই বিধায়ক।
কিন্তু ওই দিনই মাদারিহাটে রেলের এক অনুষ্ঠানে ভিড়ের মাঝেই দলের ঘোষিত লোকসভা প্রার্থী মনোজ টিগ্গার উপরে চোটপাট শুরু করেন আলিপুরদুয়ারের বিদায়ী বিজেপি সাংসদ জন বার্লা। দেখা যায়, অনুষ্ঠানে মনোজকে দেখেই তেলেবেগুনে জ্বলে ওঠেন বার্লা। স্টেশন সুপারিন্টেন্ডেন্টের ঘরে বিজেপির ওই দুই নেতার মধ্যে বসে ছিলেন রেলের আলিপুরদুয়ারের শীর্ষ কর্তারা। ঘরে আরও কয়েক জন বিজেপি নেতা সহ রেলের আধিকারিকেরা হাজির ছিলেন। দরজার সামনে দাঁড়িয়ে ছিল জনতা। তখনই বার্লা সরব হন। ওই ঘরে বার্লার সামনে বসে থাকা এক বিজেপি নেতা তাঁকে মনোজের সঙ্গে কথা বলতে বলেন। তখন জন বার্লা মনোজের দিকে আঙুল উঁচিয়ে বলতে থাকেন, 'আগে উনি প্রার্থী পদ প্রত্যাহার করুন, তার পরে কথা হবে। পবন সিং যদি প্রার্থী পদ প্রত্যাহার করতে পারেন, তা হলে উনি পারবেন না কেন?' বার্লার দাবি, তাঁর সঙ্গে 'ছলনা' করা হয়েছে। বার্লা বলে দেন, 'পার্থীপদ প্রত্যাহার না করলে আমরা (চা শ্রমিক) বিজেপির হয়ে প্রচার করব না।'
আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার অবশ্য দাবি, 'আমাদের দলে প্রার্থী ঠিক করেন কেন্দ্রীয় নেতৃত্ব। এতে আমাদের কোনও ভূমিকা নেই। উনি (জন বার্লা) যা বলছেন তার কোনও সত্যতা নেই।'
আরও পড়ুন- Justice Abhijit Gangopadhyay: বিজেপিতে ‘অভিষেক’ অভিজিতের, শুরু সেকেন্ড ইনিংস