scorecardresearch

ফেসবুকে ভাব হয়ে যুবকের প্রেমে হাবুডুবু! মেয়েটির পরের পরিণতি জানলে চমকে উঠবেন!

দিন কয়েকের পরিচয়েই জমিয়ে প্রেম। তারপরেই যত-কাণ্ড!

joynagar minor girl rescue from delhi
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনও সম্পর্ক তৈরির আগে সতর্ক হোন।

ফেসবুকে এক যুবকের সঙ্গে ভাব-ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এক নাবালিকার। সেই সুযোগেই মেয়েটির সঙ্গে আলাপ বাড়িয়ে তোলে যুবক। শেষমেশ দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ওই নাবালিকাকে ফুঁসলিয়ে পগার পাড় যুবক! থানার দ্বারস্থ মেয়েটির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। হাতে আসে একটি ফোন নম্বর। তারই সূত্র ধরে এগোতে মেলে সাফল্য।

জয়নগরের মেয়ের খোঁজ দিল্লিতে। তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া সেই যুবকও পুলিশের জালে। তবে এক্ষেত্রে বড়সড় নারী পাচার চক্রের যোগের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ধৃতকে দফায়-দফায় জেরায় আরও তথ্য জোগাড়ের চেষ্টায় তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ এপ্রিল হঠাৎই নিখোঁজ হয়ে যায় জয়নগরের ওই নাবালিকা। বহু খোঁজাখুঁজির পরেও মেয়ের সন্ধান না মেলায় শেষমেশ থানায় মিসিং ডায়েরি করে পরিবার। তদন্তে নেমে একটি ফোন নম্বর হাতে আসে পুলিশের। সেই ফোন নম্বরের সূত্র ধরে এগোতেই মেলে সাফল্য।

আরও পড়ুন- পাহাড় ঢালের এই গ্রাম যেন ফ্রেমবন্দি ছবি! বাংলার অসাধারণ এপ্রান্তে নৈস্বর্গিক অনুভূতি!

সুদূর হরিয়ানা থেকে উদ্ধার করা হয় নাবালিকাকে। মেয়েটিকে ফুঁসলিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া মদন নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতকে দিল্লির আদালতে তুলে তিন দিনের ট্রানজিস্ট রিমান্ডে রাজ্যে নিয়ে আসে পুলিশ। উদ্ধার হওয়া নাবালিকাকে বর্তমানে একটি হোমে রাখা হয়েছে।

ধৃত যুবককে বারুইপুর আদালতে তুলছে পুলিশ। ছবি: মীনা মণ্ডল।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নাবালিকার হদিশ করেত গিয়ে তদন্তে নেমে পুলিশ সোশ্যাল মিডিয়ায় একটি যুবকের নাম ও তার ঠিকানা পায়। একটি ফোন নম্বরও উদ্ধার করে পুলিশ। এরপর সাইবার ক্রাইম বিভাগের সাহায্য নিয়ে দিল্লির হরিয়ানার একটি লোকেশন পুলিশের হাতে আসে। জয়নগর থানার পুলিশের তিনজনের একটি দল যায় দিল্লিতে।

আরও পড়ুন- টিভি সাক্ষাৎকার: সুপ্রিম পদক্ষেপের পরই চ্যালেঞ্জের সুর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে

স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। একইসঙ্গে মদন নামে এক যুবক গ্রেফতার হয়। তদন্তে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে গিয়েছিল ধৃত যুবক। তবে এর পিছনে নারী পাচার চক্রের যোগ রয়েছে কিনা ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Joynagar minor girl rescue from delhi