Advertisment

Jp Nadda: 'জঙ্গিদের প্রশ্রয়, বাংলার বদনাম করছেন মমতা', মোদী-শাহের পর তুলোধনা নাড্ডার

Lok Sabha Election 2024: রবিবার বহরমপুরে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন বিজেপির সর্বভারতয় সভাপতি জেপি নাড্ডা। বহরমপুর কেন্দ্রে এবার BJP টিকিট দিয়েছে নির্মল কুমার সাহাকে। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। তৃণমূল এই কেন্দ্র থেকে এবার তারকা প্রার্থী দাঁড় করিয়েছে। জোড়াফুলের প্রতীকে এবার বহরমপুর থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান।

author-image
IE Bangla Web Desk
New Update
jp nadda constitutes a team regarding Post Poll violence in West Bengal

Jp Nadda: বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Jp Nadda at Berhampore: মোদী-শাহের পর এবার নাড্ডা। রাজ্যে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রচারে এসে শাসকদল তৃণমূলকে তুলোধনা BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (Jp Nadda)। রবিবার বহরমপুরে (Berhampore) দলীয় প্রার্থী নির্মল কুমার সাহার (Nirmal Kumar Saha) সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন নাড্ডা। সভামঞ্চ থেকে একাধিক ইস্যুতে তিনি আক্রমণ শানিয়েছেন শাসকদল তৃণমূলকে। নাড্ডার তীব্র রোষে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisment

তৃণমূল নেত্রীকে তুমুল আক্রমণ শানিয়ে এদিন নাড্ডা বলেন, "মমতার সরকারে লাগাতার দুর্নীতি। মমতার আমলে বাংলায় জঙ্গিরা প্রশ্রয় পাচ্ছে, বাংলায় কুশাসন চলছে। গত কয়েক বছরে বাংলার বদদনাম করেছেন মমতা। বাংলার পরিস্থিতি খুব খারাপ। মমতার আমলে বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে। বাংলায় মোদীজির পাঠানো চালও চুরি করে নিচ্ছে। আমরা চাই মজবুত সরকার, মমতা চান মজবুর সরকার। মমতা এমন মজবুর সরকার চান, যারা সন্ত্রাসবাদীদের সঙ্গে আপোস করে। মোদীজির সরকার সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে মারে।"

এরই পাশাপাশি সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা তুলে ধরে এদিন তৃণমূলনেত্রীকে তুলোধনা করে নাড্ডা আরও বলেন, "সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে অত্যাচারের ঘটনা লজ্জাজনক। মমতার আমলে সন্দেশখালিতে মহিলাদের সম্মান নিয়ে খেলা চলেছে। সেই শাহজাহানকেই বাঁচানোর চেষ্টা করেছেন মমতা। শাহজাহানের পাশে ছিলেন মমতা ব্যানার্জি। একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বাংলায় মহিলারাই আজ সুরক্ষিত নন। মায়েদের জন্য কিছু যায় আসে না মমতার। এটা দুর্ভাগ্যজনক।"

আরও পড়ুন- Kolkata News: ভোটের আবহে খাস কলকাতায় নৃশংস খুন! তৃণমূলের বিরুদ্ধেই দলের কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ

আরও পড়ুন- Sandeshkhali: সন্দেশখালিতে ‘অস্ত্রভাণ্ডার’, মমতা চক্রান্ত তত্ত্বে সুর চড়ালেও মুখে কুলুপ অভিষেকের!

বহরমপুর কেন্দ্রে এবার BJP টিকিট দিয়েছে নির্মল কুমার সাহাকে। এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তৃণমূল এই কেন্দ্র থেকে এবার তারকা প্রার্থী দাঁড় করিয়েছে। জোড়াফুলের প্রতীকে এবার বহরমপুর থেকে লোকসভা নির্বাচনে লড়ছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)।

Berhampore JP Nadda bjp loksabha election 2024
Advertisment